Advertisement
Advertisement
Maharashtra

HIV আক্রান্ত কিশোরীকে দু’বছর ধরে ধর্ষণ, গর্ভপাত! ভয়ংকর ঘটনা মহারাষ্ট্রের হোমে

এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

HIV-infected girl harrsed at children's home in Maharashtra

ফাইল ছবি

Published by: Gopi Krishna Samanta
  • Posted:July 26, 2025 6:37 pm
  • Updated:July 26, 2025 6:37 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেখানে সুরক্ষিত থাকার কথা, সেই হোমেই যৌন নির্যাতনের শিকার এইচআইভি আক্রান্ত কিশোরী। টানা দু’বছর ধরে তাকে লাগাতার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এমনকী ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে গর্ভপাতও করানো হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের লাতুর জেলায়।

Advertisement

গত কয়েকদিন আগে ধোকি থানায় একটি অভিযোগ দায়ের করে ওই কিশোরী জানায়, ২০২৩ সালের ১৩ জুলাই থেকে ২০২৪ সালের ২৩ জুলাই পর্যন্ত অন্তত চারবার তাকে ধর্ষণ করে হোমের এক কর্মী। এরইমধ্যে HIV আক্রান্ত ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা জানান ওই কিশোরী চারমাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।

অভিযোগ এরপরেই এক চিকিৎসককে ডেকে ওই কিশোরীর গর্ভপাত করানো হয়। এমনকী এই ঘটনা যাতে কাউকে না বলা হয় তার জন্য ভয়ও দেখানো হয় কিশোরীকে। যদিও সাহস হারায়নি ওই কিশোরী। মনের জোরকে সম্বল করে পুরো ঘটনার বর্ণনা করে একটি চিঠি লিখে হোমের অভিযোগ বাক্সে রাখে। যদিও সেই চিঠি হোম কর্তৃপক্ষের হাতে পৌঁছতেই তারা সেটি ছিঁড়ে ফেলে দেয় বলে অভিযোগ। এরপরই পুলিশকে বিষয়টি জানায় ওই কিশোরী। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে হোমের সুপার, অভিযুক্ত ব্যক্তি-সহ চার জনকে গ্রেপ্তার করে।

লাতুর জেলার পুলিশ সুপার আমোল থাম্বে জানান, এই ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই কিশোরীর শারীরিক পরীক্ষা করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ