সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উপত্যকায় সেনার বড়সড় সাফল্য।রবিবার সেনা-জঙ্গি সংঘর্ষে খতম পাঁচ জঙ্গি। একই সঙ্গে গ্রেপ্তার এক হিজবুল কমান্ডার। গুলি বিনিময় চলাকালীন ওই হিজবুল কমান্ডারকে পাকড়াও করে সেনা। ধৃত জঙ্গিনেতার নাম সাদ্দাম পদ্দার। সেনা সূত্রে এই তথ্য দিয়েছেন কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল এস পি বৈদ্য।
[ সেনা-জঙ্গি গুলি বিনিময় শ্রীনগরে, খতম ৩ জঙ্গি ]
রবিবার সকালে জম্মু ও কাশ্মীরের সোপিয়ানের বদগাঁও এলাকায় জঙ্গিদের সঙ্গে সেনার গুলি বিনিময় হয়। বেশ কিছুক্ষণ ধরে চলে গুলি বিনিময়। জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলে সেনা। কিন্তু তা সত্ত্বেও গুলি চালায় সেনা। তখনই সাদ্দামকে পাকড়াও করা হয়। ধরা পড়ে হিজবুলের বুরহান ওয়ানির শেষ কমান্ডার সাদ্দাম। সে ছাড়া আরও দু’জনকে ধরা হয়েছে। তাদের নাম বিলাল মোলভি ও আদিল মালিক। এরাও হিজবুলেরই জঙ্গি। চারদিকে থেকে ঘিরে ফেলে তাদের পাকড়াও করা হয়। এই সেনা জঙ্গি সংঘর্ষে বেশ কয়েকজন জওয়ান ও পুলিশকর্মী আহত হয়েছেন। এসএসপি শৈলেন্দ্র মিশ্র জানিয়েছেন, তাঁরা এলাকায় তল্লাশি চালাচ্ছিলেন। তখনই জঙ্গিরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। পালটা গুলি চালান পুলিশকর্মী ও জওয়ানরা। এনকাউন্টার এখনও চলছে। গুলি বিনিময়ের কারণে এক পুলিশকর্মী ও এক জওয়ান আহত হয়েছেন। তাঁদের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
[ কম্বলের ভিতর থেকে উঁকি দিচ্ছে বিষাক্ত সাপ, দেখে চোখ কপালে যাত্রীদের ]
সরকারি সূত্রে খবর, ঘটনাস্থলে পাঠানো হয়েছে প্যারাট্রুপস। সেনা ও পুলিশকে সাহায্য করতেই তাদের পাঠানো হয়েছে। সূত্রের খবর, সেনার ২৩ প্যারা কম্যান্ডো, ৩৪ ও ৩ রাষ্ট্রীয় রাইফেল, সিআরপিএফ ও স্পেশাল অপারেশন গ্রুপকে বদগাঁওয়ে পাঠানো হয়েছে। তবে এলাকায় স্থানীয়রা পাথর ছুঁড়ছে বলেও খবর।
শনিবারও কাশ্মীরে সেনার সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময় হয়। শ্রীনগরের ছত্তাবাল এলাকায় তল্লাশি চালাচ্ছিল সেনা। তল্লাশি চলার সময়ই দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। তখনই জওয়ানদের গুলিতে তিন সন্ত্রাসবাদীর মৃত্যু হয়। ঘটনায় এক সিআরপিএফ জওয়ান ও দুই পুলিশকর্মী আহত হন।
Security forces appeal to terrorists to surrender during an going encounter in Shopian’s Badigam. (Earlier visuals)
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.