Advertisement
Advertisement
Bihar

বিহারে এক বা দুই দফায় হোক ভোট, বোরখা পরা ভোটারদের চিহ্নিত করুন, কমিশনকে প্রস্তাব বিজেপির

শনিবার দু’দিনের সফরে পটনা গিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার।

Hold Bihar polls in two phases and identify women turning up at booths in burqa BJP says to EC
Published by: Kishore Ghosh
  • Posted:October 4, 2025 8:09 pm
  • Updated:October 4, 2025 8:56 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের শেষে বিহারে বিধানসভা ভোট। এই অবস্থায় ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে শনিবার দু’দিনের সফরে পটনা গিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এই সফরের মাঝেই কমিশনের উদ্দেশে দুই প্রস্তাব জানিয়ে রাখল বিজেপি। গেরুয়া শিবিরের অন্যতম দাবি, বিহারে এক বা দুই দফায় হোক ভোট। এছাড়াও বোরখা পরে ভোট দিতে যাওয়া মহিলাদেরও চিহ্নিত করার জন্য কমিশনকে অনুরোধ করেছে তারা। এই বিষয়ে কী প্রতিক্রিয়া দিল কমিশন?

Advertisement

শনিবার বিহার বিজেপির সভাপতি দিলীপ জয়সওয়াল মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন কমিশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। তখনই এক বা দুই দফায় ভোট এবং বোরখা পরা মহিলাদের মুখের সঙ্গে তাঁদের ভোটার কার্ডের ছবির মিল রয়েছে কি না, তা যাচাই করার কথা বলা হয়। এছাড়াও স্পর্শকাতর গ্রামীণ এলাকায় পর্যাপ্ত আধাসেনা বাহিনী মোতায়েনের জন্যও অনুরোধ করেন জয়সওয়াল। পরে সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপির শীর্ষ নেতা বলেন, “নির্বাচন প্রক্রিয়াকে অহেতুক দীর্ঘায়িত করার দরকার নেই।” আরও বলা হয়, প্রকৃত ভোটাররা যাতে নিজেদের অধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতেই বোরখা পরা মহিলাদের মুখের সঙ্গে তাঁদের ভোটার কার্ডের ছবি মিলিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। বিজেপি নেতা আরও দাবি করেন, যত তাড়াতাড়ি সম্ভব বিহারের ভোট সেরে ফেলা উচিত।

প্রসঙ্গত, অবৈধ ভোটার বাছতে গিয়ে গাঁ উজাড় হয়েছে বিহারে। নিবিড় সংশোধনের পর রাজ্যে চূড়ান্ত ভোটের তালিকা থেকে বাদ পড়ল ৪৭ লক্ষ ভোটারের নাম। SIR প্রক্রিয়া শুরুর আগে বিহারে মোট ভোটার ছিলেন ৭.৮৯ কোটি। প্রক্রিয়া শেষে ভোটার সংখ্যা দাঁড়াল ৭.৪২ কোটি। প্রশ্ন হল, যে ৪৮ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়লেন তাঁরা কারা? কমিশনের দাবি, যাদের নাম বাদ গিয়েছে তারা কেউ বৈধ ভোটার নয়। তারা হয় মৃত, নয় অন্য এলাকায় চলে গিয়েছেন, নয়তো তাদের ঠিকানা পাওয়া যায়নি। আবারও যে এই তালিকা নিয়ে বিরোধী শিবির গুচ্ছ গুচ্ছ প্রশ্ন তুলতে চলেছে, সেটা বলার অপেক্ষা রাখে না। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ