আপ নেতা সৌরভ ভরদ্বাজ।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির জালে আপের আরও এক শীর্ষ নেতা। মঙ্গলবার সকালে দিল্লির প্রাক্তন মন্ত্রী সৌরভ ভরদ্বাজের বাড়ি-সহ ১৩ জায়গায় তল্লাশি অভিযান শুরু করল ইডি। হাসপাতাল নির্মাণে বিরাট দুর্নীতির অভিযোগে শুরু হয়েছে এই তল্লাশি।
জানা গিয়েছে, দিল্লিতে আপের সরকার চলাকালীন ২০১৮-১৯ সালে ২৪টি হাসপাতাল তৈরির অনুমোদন দেওয়া হয়। কথা ছিল ৬ মাসের মধ্যে আইসিইউ বেড-সহ হাসপাতালগুলি নির্মাণ হবে। তবে এতদিন পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। অথচ খরচ হয়ে গিয়েছে ৮০০ কোটির বেশি। স্বাস্থ্য ক্ষেত্রে ব্যপক দুর্নীতির অভিযোগে গত জুন মাসে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছিল দুর্নীতি দমন শাখা। প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের পাশাপাশি এই মামলায় নাম ওঠে ভরদ্বাজের। সেই মামলার ভিত্তিতেই এদিন তল্লাশি অভিযানে নেমেছে ইডি। ভরদ্বাজের বাড়ি-সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ১৩ জায়গায় চলছে অভিযান।
ইডির দাবি অনুযায়ী, দিল্লির লোকনায়ক হাসপাতাল তৈরি করতে ৪৮৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। তবে এই প্রকল্পে এখনও পর্যন্ত ১১৩৫ কোটি টাকার বেশি খরচ হয়ে গিয়েছে। অথচ কাজ শেষ হয়নি। বহু ক্ষেত্রে দেখা গিয়েছে, হাসপাতাল, আইসিইউ, পলিক্লিনিক নির্মাণে অযথা দেরি করা হয়েছে। বেশিরভাগ প্রকল্পই নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি কিন্তু খরচের ক্ষেত্রে কয়েকশো কোটি টাকার বৃদ্ধি দেখানো হয়েছে। আপের সরকার থাকাকালীন স্বাস্থ্য খাতে বিরাট দুর্নীতি হয়েছে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
উল্লেখ্য, ২০২৪ সালের ২২ আগস্ট দিল্লি বিধানসভার তৎকালীন বিরোধী দলনেতা বিজেন্দ্র গুপ্ত এই ঘটনায় অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর দাবি ছিল দিল্লির স্বাস্থ্যখাতে বিরাট দুর্নীতি করেছে আপের নেতারা। সেখানেই সত্যেন্দ্র জৈন ও সৌরভ ভরদ্বাজের নাম উঠে আসে। দাবি করা হয়, স্বাস্থ্য প্রকল্পের বাজেটে গরমিলের চেষ্টার পাশাপাশি কাজে অনিয়ম, তহবিলের অপব্যবহার ও বেসরকারি ঠিকাদারদের ব্যবহার করে ব্যাপক কারচুপি করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.