Advertisement
Advertisement
Amit Shah

অমিত শাহের গলায় অবসরের কথা! তৈরি ‘রিটায়ারমেন্ট’ প্ল্যানও, ব্যাপারটা কী?

রাজনীতি থেকে অবসর নিচ্ছেন শাহ?

How Amit Shah will spend his time after retirement
Published by: Subhodeep Mullick
  • Posted:July 9, 2025 7:51 pm
  • Updated:July 9, 2025 8:03 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছায়াসঙ্গী। রাজনীতিতে ‘আধুনিক যুগের চাণক্য’ হিসাবেও পরিচিত তিনি। সেই আমিত শাহের গলাতেই এবার অবসরের কথা! গতবছরই ৬০-এ পা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। খাতায় কলমে তিনি এখন প্রবীণ নাগরিক। যদিও রাজনীতি থেকে কবে অবসর নেবেন, তা এখনও স্পষ্ট করেননি তিনি। কিন্তু অবসরের পর তাঁর কী পরিকল্পনা? তা নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Advertisement

বুধবার গুজরাটের একটি অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে শাহ বলেন, “ আমি ঠিক করেছি অবসর নেওয়ার পর বাকি জীবনটা পড়াশোনা করে কাটাব। বেদ, উপনিষদ-সহ হিন্দু ধর্মগ্রন্থগুলি পাঠ আরও জ্ঞান অর্জন করব। এর পাশাপাশি আমি প্রাকৃতিক চাষের দিকে মনোনিবেশ করব। তা নিয়ে পড়াশোনা করব।” প্রাকৃতিক চাষের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলেন, “প্রাকৃতিক চাষ বা জৈব চাষ একটি বিজ্ঞান-ভিত্তিক কৌশল, যার বহু সুবিধা রয়েছে। রাসায়নিক সারের মাধ্যমে যে গম উৎপাদিত হয়, তা থেকে শরীরের একাধিক অসুখ বাসা বাঁধে। যার মধ্যে উল্লেখযোগ্য হল, উচ্চ রক্তচাপ, মধুমেহ, থাইরয়েড ইত্যাদি। শুধু তাই নয়, দীর্ঘদিন এই ধরনের শস্য ভক্ষণ করলে ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও থাকে।”

শাহ বলেন, “প্রাকৃতিক কৃষিকাজ কেবল শরীরকে রোগমুক্ত করতে সাহায্য করে না, বরং ওষুধের উপর নির্ভরতাও কমায়। তছাড়া উৎপাদনশীলতা বৃদ্ধি করতেও এটি সাহায্য করে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ