Advertisement
Advertisement
Kerala

কেরলের ‘বান্টি অউর বাবলি’! বিপুল ‘রিটার্নে’র ফাঁদ পেতে কোটি কোটি হাতিয়ে ফেরার দম্পতি

বহু মানুষই জীবনের শেষ পুঁজিটুকুও বিনিয়োগ করেছিলেন বলে জানা যাচ্ছে।

How Kerala's 'Bunty aur Babli' pulled off multi-crore scam in Bengaluru
Published by: Biswadip Dey
  • Posted:July 8, 2025 6:03 pm
  • Updated:July 8, 2025 6:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেন রুপোলি পর্দার ‘বান্টি অউর বাবলি’। বহু মানুষের শেষ পুঁজিটুকুও অতিরিক্ত মুনাফার লোভ দেখিয়ে লুটে নিয়ে ফেরার ‘প্রতারক’ দম্পতি। কেরলে শোরগোল পড়ে গিয়েছে টমি ও শিনি নাম্নী স্বামী-স্ত্রীকে নিয়ে। গত ২৫ বছর ধরে তাঁরা এই কারবার চালাচ্ছিলেন বলে জানা গিয়েছে। অভিষেক-রানির জনপ্রিয় ছবিতেও একই ভাবে প্রতারণা করতে দেখা গিয়েছিল ছবির দুই মূল চরিত্রকে।

Advertisement

ব্যাপারটা ঠিক কী? ‘এ অ্যান্ড এ চিটস অ্যান্ডস ফিনান্স’ নামের এক সংস্থা চালাতেন অভিযুক্ত দম্পতি। বামশাসিত রাজ্যের রামমূর্তিনগরের বাসিন্দা তাঁরা। প্রতিশ্রুতি ছিল বিনিয়োগ করলে ১৫ থেকে ২০ শতাংশ অতিরিক্ত রিটার্ন মিলবে! জানা যাচ্ছে, বহু মানুষই সারা জীবনের জমানো অর্থ বিনিয়োগ করেছিলেন এখানে।

অনেকে সম্পত্তি বিক্রি করে সেই টাকাও লাগিয়েছিলেন অনেক বেশি মুনাফা পেতে। এমনকী প্রথম দিকে দিব্যি সেই লভ্যাংশ মিলছিলই। কিন্তু সম্প্রতি দেখা যায় প্রতিশ্রুতিই সার। কিন্তু বিনিয়োগ করা টাকা ‘ম্যাচিওরড’ হওয়ার পরও লাভের লাভ কিছু হয়নি। মেলেনি কানাকড়িও। পরে দেখা যায় টমি-শিনির কোনও পাত্তাও নেই! ক্রমেই বিনিয়োগকারীদের মধ্যে আশঙ্কা বাড়তে থাকে। শেষপর্যন্ত দেখা যায়, সব টাকা হাতিয়ে নিয়ে শহর ছেড়েছেন অভিযুক্ত দম্পতি! অন্তত কয়েক কোটি তাঁরা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ।

ইতিমধ্যেই দায়ের হয়েছে এফআইআর। অন্তত ৩০০ জন গ্রাহক বিনিয়োগ করেছিলেন বলে জানা গিয়েছে। দম্পতির খোঁজে চিরুনি তল্লাশিও শুরু হয়েছে। পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে। ওই সংস্থার আর্থিক লেনদেন ও অন্যান্য সব দিক বিচার করে দেখা হচ্ছে। এর সঙ্গে আরও কেউ জড়িত কিনা দেখা হচ্ছে সেটাও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement