Advertisement
Advertisement
Jammu and Kashmir

কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের কারিগর! গুরেজে এনকাউন্টারে খতম ‘হিউম্যান জিপিএস’ বাগু খান

গত তিন দশক ধরে পিওকে থেকে কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের কারিগর বাগু।

'Human GPS' Bagu Khan behind over 100 infiltration bids killed in Jammu and Kashmir
Published by: Kishore Ghosh
  • Posted:August 30, 2025 2:45 pm
  • Updated:August 30, 2025 3:43 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীর থেকে উপত্যকায় জঙ্গি অনুপ্রবেশের অন্যতম কারিগর, সেই ‘হিউম্যান জিপিএস’ নামে কুখ্যাত বাগু খানকে নিকেশ করল ভারতীয় সেনার জওয়ানরা। শনিবার জম্মু ও কাশ্মীরের গুরেজের অভিযানে সাফল্য এল।

Advertisement

বাগু খান ওরফে ‘সমন্দর চাচা’ ১৯৯৫ থেকে পিওকে-তে সক্রিয়। ভূস্বর্গে অনুপ্রবেশের অন্যতম পুরনো কারিগর হিসাবে চিহ্নিত এই ব্যক্তি। সেনা সূত্রে জানা গিয়েছে, নওশেরা নার এলাকায় আরও এক জঙ্গির সঙ্গে বাগু খানকে খতম করা হয়েছে। উল্লেখ্য, গুরেজ সেক্টরের বিভিন্ন এলাকায় ১০০ টির বেশি অনুপ্রবেশে প্রচেষ্টায় হাত ছিল বাগুর। কাশ্মীরের কঠিন ভূখণ্ড এবং পাহাড়ি এলাকার গোপন পথ সম্পর্কে জ্ঞান থাকায় অধিকাংশ প্রচেষ্টাই সফল হয়। এই কারণে সমস্ত জঙ্গিগোষ্ঠীর পছন্দের লোক হয়ে উঠেছিল এই ব্যক্তি।

এক সময় হিজবুল কমান্ডার হিসাবেও কাজ করেছে বাগু। সেই সময় গুরেজে নিয়ন্ত্রণরেখা বরাবর এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে অনুপ্রবেশ বাস্তবায়নে একাধিক জঙ্গিগোষ্ঠীকে সাহায্য করেছে সে। বছরের পর বছর ধরে নিরাপত্তা বাহিনীকে ফাঁকি দিলেও সাম্প্রতিক অপারেশনে নিজেকে আড়াল করতে পারেনি সে। মনে করা হচ্ছে, বাগু খানের মৃত্যু হয় এই অঞ্চলে জঙ্গি সংগঠনগুলির লজিস্টিক নেটওয়ার্কের উপর একটি আঘাত পড়বে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ