Advertisement
Advertisement
Hyderabad

ক্রিকেট বল খুঁজতে গিয়ে ‘আত্মারাম খাঁচাছাড়া’, সাত বছরের পরিত্যক্ত বাড়িতে উদ্ধার নর কঙ্কাল

কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Human skeleton found in seven-year-old abandoned house in Hyderabad

প্রতীক

Published by: Subhankar Patra
  • Posted:July 15, 2025 5:06 pm
  • Updated:July 15, 2025 5:11 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাড়ার এক প্রান্তে বাড়ি। ঝোপ জঙ্গলে ঘেরা। বছর সাতের উপর বন্ধ বাড়িটি। কেউ থাকেন না। পরিক্ত্যক্ত। সেখানেই গিয়ে পড়ে ক্রিকেট বল। আনতে বাড়িটিতে যায় পাড়ার কিশোর। বল খুঁজতে গিয়ে হঠাৎ তার চিৎকার। ছুটে যায় বাকিরা। দেখে নিচের ঘরে উপুড় হয়ে পড়ে রয়েছে একটি কঙ্কাল।

Advertisement

ঘটনাটি হায়দরাবাদের। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বাড়িটির নিচের ঘরে মেলে কঙ্কালটি। কার দেহ? খুন নাকি আত্মহত্যা? নাকি স্বাভাবিক মৃত্যু? তা নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়। ছুটে আসে স্থানীয় পুলিশ। ওই কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

পুলিশ স্থানীয়দের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানতে পেরেছে, ওই বাড়িটিতে মুনির খান নামে এক ব্যক্তি এবং তাঁর পরিবারের সদস্যেরা থাকতেন। এই মুনিরের ১০ সন্তান। তবে একে একে তারা প্রত্যেকেই বাড়ি ছেড়ে চলে যান। বাড়িটি ফাঁকা হয়ে পড়ে। স্থানীয়দের দাবি, তারা সেখানে যে কেউ থাকতেন তা জানতেনই না তারা।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছেন, এই কঙ্কালটি মুনিরের চতুর্থ সন্তানের হতে পারে। তবে তিনি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন নাকি সেখানেই ছিলেন। নাকি পরে আবার ফিরে এসেছিলেন তা নিয়ে বিস্তর ধোঁয়াশা। পুলিশ তদন্ত শুরু করেছে।

এসিপি চন্দ্রকুমার মোহন বলেন, “প্রাথমিক অনুমান, কঙ্কালটি ৫০ বছর বয়সি এক ব্যক্তির। সম্ভবত ব্যক্তিটি মানসিক বিকারগ্রস্ত ছিলেন। এই মৃত্যু স্বাভাবিকই মনে হচ্ছে। ঘটনাস্থলে কোনও রক্তের দাগ পাওয়া যায়নি। ফরেনসিক দল নমুনা সংগ্রহ করেছে। তদন্ত চলছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ