Advertisement
Advertisement
Pune

স্বামী নপুংসক, ‘বংশদীপ’ জ্বালতে বউমার সঙ্গে যৌন সম্পর্ক চান শ্বশুর! বিস্ফোরক গৃহবধূ

শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন গৃহবধূ।

Husband impotent, Pune woman complains his Ex-cop father harassed me to bear child

প্রতীকী ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:September 12, 2025 7:39 pm
  • Updated:September 12, 2025 7:39 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নপুংসক স্বামী সন্তান উৎপাদনে ব্যর্থ। এই অবস্থায় বংশের প্রদীপ জ্বালাতে বউমার সঙ্গে যৌন সম্পর্কের চেষ্টা শ্বশুরের! ন্যক্কারজনক এই ঘটনায় প্রত্যক্ষ মদত ছিল স্বামী ও শাশুড়ির! এমনই গুরুতর অভিযোগ তুলে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন গৃহবধূ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের পুনেতে। ওই গৃহবধূর শ্বশুর প্রাক্তন অ্যাসিসটেন্ট পুলিশ কমিশনার। তাঁর বিরুদ্ধে এফআই দায়ের করেছে পুলিশ। তদন্তকারীদের তরফে জানা গিয়েছে, ৫ মাস আগে বিয়ে হয়েছিল দম্পতির। বিয়ের ১৫ দিন পর হানিমুনে যান তাঁরা। তঝনই যুবতী বুঝতে পারেন তাঁর স্বামী নপুংসক। সন্তান উৎপাদনে অক্ষম। এই অবস্থায় চিকিৎসকদের পরামর্শ নেওয়া বা সন্তান দত্তক নেওয়ার পথে না হেঁটে যুবতীর উপর চাপ সৃষ্টি করা হয় যাতে তিনি তাঁর শ্বশুরের সঙ্গে যৌন সম্পর্ক করে সন্তান উৎপাদন করেন। যুবতীর স্বামী ও শাশুড়ি মিলে তাঁর উপর চাপ দেন। এমনকী একাধিকবার যুবতীর অনুমতি ছাড়া তাঁর ঘরে ঢুকে যৌন সম্পর্ক করার চেষ্টা করেছেন অভিযুক্ত শ্বশুর।

যুবতীর অভিযোগ, বিয়ের পর তাঁরা মধুচন্দ্রিমায় গিয়েছিলেন। সেখানে তাঁদের মধ্যে কোনওরকম শারীরিক সম্পর্ক হয়নি। তাঁর স্বামী শারীরিক সম্পর্ক করবেন না বলে জানিয়ে দেন। যুবতীর দাবি, তাঁর স্বামী যে নপুংসক তাতে কোনও সন্দেহ নেই। সেই সুযোগে নাতির মুখ দেখার অজুহাতে তাঁর সঙ্গে প্রথমে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেন শ্বশুর। এমনকী একাধিকবার তাঁর ঘরে ঢুকে দুষ্কর্ম করার চেষ্টা করেছেন তিনি। এই কুকীর্তিতে স্বামী ও শাশুড়ির প্রত্যক্ষ মদত ছিল বলে দাবি যুবতীর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ