Advertisement
Advertisement

Breaking News

IndiGo

ওড়ার পর যান্ত্রিক ত্রুটি! হায়দরাবাদ ফিরল তিরুপতিগামী ইন্ডিগোর বিমান

উড়ানটিতে কত জন যাত্রী ছিলেন, তা জানা যায়নি।

Hyderabad-Bound IndiGo Flight Returns To Tirupati After Technical Snag
Published by: Subhodeep Mullick
  • Posted:July 21, 2025 7:56 pm
  • Updated:July 21, 2025 7:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবার বিমান বিভ্রাট! উড়ানের পর যান্ত্রিক ত্রুটি। এর জেরে হায়দরাবাদে ফিরল তিরুপতিগামী ইন্ডিগোর বিমান। তবে উড়ানটিতে কত জন যাত্রী ছিলেন, তা জানা যায়নি। কিন্তু  প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন বলে খবর।

Advertisement

রবিবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট নাগাদ বিমানটি হায়দরাবাদ থেকে তিরুপতির উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু উড়ানের ৪০ মিনিট পরই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। আচমকা উড়ানের ভিতর ঝাঁকুনি শুরু হয়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। নিরাপত্তার কথা মাথায় রেখে পাইলট তড়িঘড়ি যোগাযোগ করেন হায়দরাবাদ বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে। সবুজ সংকেত মিলতেই তিনি বিমানটিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে এই ঘটনায় বিমানের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু বিমানটির কোথায় যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, তা সংস্থার তরফে জানানো হয়নি।

ইন্ডিগোর এক মুখপাত্র একটি বিবৃতিতে জানান, হায়দরাবাদ থেকে তিরুপতির উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি। কিন্তু যাত্রা শুরুর ৪০ মিনিটের মধ্যে উড়ানটি হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা যায়। তাই নিরাপত্তার কথা মাথায় রেখে পাইলট বিমানটিকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। তিনি আরও জানান, এই ঘটনার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। সংস্থার তরফে পরে যাত্রীদের বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement