প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাড়হিম করা হত্যাকাণ্ড হায়দরাবাদে। পাঁচমাসের এক অন্তঃসত্ত্বা এক মহিলাকে খুন করার অভিযোগ তাঁর স্বামীর বিরুদ্ধে। তারপর মৃত মহিলার দেহের বিভিন্ন অংশ ছোট ছোট করে কেটে তাঁর স্বামী মুসি নদীতে ভাসিয়ে দিয়েছেন বলে অভিযোগ।
জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের মেদিপল্লি অঞ্চলে শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ। ২৭ বছর বয়সি এক গাড়ি চালক তাঁর ২১ বছর বয়সি স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ। পারিবারিক বিরোধের কারণে প্রায়ই দুজনের মধ্যে ঝগড়া হত বলে জানা যাচ্ছে।
মালকাজগিরি অঞ্চলের ডিসিপি পিভি পদ্মজা সাংবাদিকদের জানান, অপরাধ ঢাকার জন্য খুনের পর ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর দেহ ছোট ছোট করে কাটেন ওই যুবক। তার মধ্যে মাথা, পা ও হাতের টুকরোগুলো প্রথাপসিঙ্গারাম অঞ্চলে মুসি নদীতে ভাসিয়ে দেন। আর শরীরের বাকি অংশ নিজের ঘরে একটি ট্রাঙ্কে লুকিয়ে রাখেন।
সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, দেহের অংশগুলি প্লাস্টিকে ভরে তিন জায়গা থেকে নদীতে ফেলেন ওই যুবক। তারপর নিজের বোনকে ফোন করে বলেন, স্ত্রী নিরুদ্দেশ। সন্দেহবশত বোন সঙ্গে সঙ্গে আত্মীয়দের জানান এবং দ্রুত ওই যুবককে থানায় নিয়ে যাওয়া হয়। এমনকী পুলিশের কাছেও তিনি স্ত্রীকে নিরুদ্দেশ প্রমাণ করার চেষ্টা করছিলেন। তবে ডিসিপি জানিয়েছেন, বারবার জেরার মুখে শেষে ওই যুবক খুনের কথা স্বীকার করে নিয়েছেন। তাঁর ঘর থেকে দেহের বাকি অংশ উদ্ধারও করা হয়েছে। আপাতত, সেগুলিকে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নদীতে ফেলা দেহাংশ উদ্ধারের জন্য তল্লাশি অভিযান শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কিছু পাওয়া যায়নি। ওই যুবককে খুন, প্রমাণ লোপাটের ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.