প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় মাদকবিরোধী অভিযান হায়দরাবাদে। রেভ পার্টিতে হানা দিয়ে ৩ মাদকচক্রী-সহ ৬ জনকে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার হায়দরাবাদের কাছে কন্ডাপুরের একটি রেভ পার্টিতে যৌথভাবে আচমকা অভিযান চালায় সাইবারাবাদ পুলিশ ও তেলেঙ্গানার বিশেষ মাদকবিরোধী দল। গ্রেপ্তার করা হয় ৬ জনকে। এর মধ্যে ৩ জনই মাদকচক্রী। বাকিদের মধ্যে রয়েছেন গৃহবধূ ও ইঞ্জিনিয়ারিং ছাত্র। বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। ২০ গ্রাম কোকেন, ৮ টি মাদক ট্যাবলেট ও ৩ গ্রাম এমডিএমএ রয়েছে বলেই সূত্রের খবর।
মাদকবিরোধী এই অভিযান সম্পর্কে মাধাপুর ডিসিপি জি. বিনীত জানিয়েছেন, মাদক ব্যবসায় যুক্ত ২ ব্যক্তি, ১ জন পাচারকারী ও ৩ জন ক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তেজা নামের এক ক্লাউড কিচেন ব্যাবসায়ীকে এই মাদকচক্রের মূল পান্ডা হিসেবে শনাক্ত করা হয়েছে। অন্য এক পোলট্রি ফার্মের মালিক বিক্রমকে মাদক বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি ২০ বছর বয়সী ইঞ্জিনিয়ারিং ছাত্রকে মাদক পাচারকারী সন্দেহে হেফাজতে নেওয়া হয়েছে। মদের দোকান মালিক প্রশান্ত রেড্ডি ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভার্গবকেও মাদক কেনার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। বছর একচল্লিশের এক গৃহবধু নীলিমাকেও নিজেদের হেফাজতে নিয়েছেন অভিযানকারীরা। অন্য এক পাচারকারী বেঙ্গালুরুর বাসিন্দা রাহুল ইতিমধ্যেই পলাতক। যার সন্ধানে রয়েছে পুলিশ।
ডিসিপি বিনীত আরও জানিয়েছেন, ”মূল অভিযুক্ত তেজা বেঙ্গালুরুর রাহুলের কাছ থেকে কোকেন কিনত। এরপর সেই মাদক বিভিন্ন জায়গায় ও পার্টিতে সরবরাহ করা হত।” তদন্তে আরও ভয়ংকর তথ্য উঠে এসেছে। অভিযুক্ত তেজা নাকি চামড়ার অসুখের ইঞ্জেকশন হিসেবে কোকেন আমদানি করত। সকলেই মাদক সেবন করতে বলে রক্ত পরীক্ষায় প্রমাণ মিলেছে বলে দাবি পুলিশের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.