Advertisement
Advertisement
Saudi Arabia

৩ সন্তানকে বাথটবে ডুবিয়ে মেরে আত্মহত্যার চেষ্টা! সৌদি আরবে গ্রেপ্তার হায়দরাবাদের যুবতী

পারিবারিক বিবাদের জেরে হত্যা?

Hyderabad Woman Drowns 3 Sons In Bathtub and Attempts Suicide In Saudi Arabia

প্রতীকী ছবি

Published by: Kishore Ghosh
  • Posted:August 28, 2025 8:24 pm
  • Updated:August 28, 2025 8:24 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌদি আরবের আল খোবার শহরের ভাড়ার বাড়িতে নিজের তিন সন্তানকে বাথটবে ডুবিয়ে মারার অভিযোগ উঠল এক ভারতীয় যুবতীর বিরুদ্ধে। যিনি আদতে হায়দরাবাদের মহম্মদি লাইনসের বাসিন্দা। গত মঙ্গলবারের এই ভয়ংকর হত্যাকাণ্ডে অভিযুক্তের নাম সাইদা হুমেরা আমরিন। তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেন।

Advertisement

পুলিশ জানিয়েছে, প্রথমে ৭ বছরের যমজ ছেলে সাদাক আহমেদ এবং আদেল আহমেদকে বাথটবে ডুবিয়ে মারে আমরিন। এরপর তিন বছরের ছোট ছেলে ইউসুফ আহমেদকে একইভাবে খুন করার অভিযোগ তাঁর বিরুদ্ধে। কাজ থেকে বাড়ি ফিরে বাথটবে সন্তানদের মৃত অবস্থায় দেখতে পান মহম্মদ শাহনাওয়াজ। নিজেই স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনার তদন্তে নেমে আমরিনকে হেফাজতে নেয় সৌদি প্রশাসন। হত্যাকাণ্ডের কারণ জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মনের অসুখে ভুগছিলেন সাইদা হুমেরা আমরিন। বিষাদগ্রস্ত থাকতেন তিনি। আরেকটি সূত্রে বলা হচ্ছে, পারিবারিক বিবাদের জেরে মর্মান্তিক ঘটনা ঘটিয়ে ফেলেছেন তরুণী। যদিও তাঁর এই কর্মকাণ্ডের পেছনের সঠিক উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়, সৌদি পুলিশ বর্তমানে মামলাটি তদন্ত করছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ