Advertisement
Advertisement
Hyderabad

যমজ সন্তানকে শ্বাসরোধ করে খুন! পরে আত্মঘাতী তরুণী, হায়দরাবাদে গ্রেপ্তার স্বামী

স্বামীর বিরুদ্ধে তরুণীকে হেনস্তার অভিযোগ।

Hyderabad Woman Jumps To Death After Killing 2 Year-Old Twins
Published by: Kishore Ghosh
  • Posted:October 14, 2025 8:48 pm
  • Updated:October 14, 2025 8:48 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হায়দরাবাদে মর্মান্তিক ঘটনা। নিজের যমজ সন্তানকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল এক তরুণীর বিরুদ্ধে। পরে আত্মঘাতী হন তিনি! পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে শহরের একটি আবাসন থেকে তিন জনের নিথর দেহ উদ্ধার হয়েছে। তরুণীর পরিবারের দাবি, তাঁকে হেনস্তা করত স্বামী। এর জেরে দাম্পত্য কলহ লেগেই থাকত। অভিযোগ, যুবকের প্ররোচনাতেই দুই সন্তানকে খুন এবং আত্মহত্যার ঘটনা ঘটেছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি হায়দরাবাদের বলানগর এলাকার। মৃতা তরুণীর নাম চল্লারি শৈলক্ষ্মী। মঙ্গলবার ভোরে আবাসনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। এরপর শৈলক্ষ্মীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তাঁর যমজ সন্তানের মরদেহ। প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। ঘটনার সময় বাড়িতে ছিলেন না তরুণীর স্বামী অনিল কুমার।

তদন্ত সূত্রে পুলিশ জানতে পেরেছে, দম্পতির এক ছেলে চেতনের কথা বলার সমস্যা ছিল। যা নিয়ে প্রায়ই উভয়ের মধ্যে অশান্তি হত। এর ফলেই কি মানসিক অবসাদে ভুগছিলেন শৈলক্ষ্মী? যদিও মৃতার বাবা-মায়ের অভিযোগ, জামাই অনিল প্রায়ই শৈলক্ষ্মীকে হেনস্থা করতেন। অনিলের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পরেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ