Advertisement
Advertisement

Breaking News

Operation Sindoor

সবার আগে দেশ… ‘গগনযান মিশন’ ফেলে বায়ুসেনার ডিউটিতে ফিরলেন গ্রুপ ক্যাপ্টেন

২ হাজার ৯০০ ঘণ্টা একাধিক যুদ্ধবিমান ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে গ্রুপ ক্যাপ্টেনের।

IAF calls back Gaganyaan astronaut to unit after Operation Sindoor

ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণনন। নিজস্ব চিত্র

Published by: Paramita Paul
  • Posted:May 8, 2025 3:58 pm
  • Updated:May 8, 2025 6:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমান্তে যুদ্ধ পরিস্থিতি! ‘গগনযান মিশনে’র প্রস্ততি থেকে ফিরিয়ে নেওয়া হল ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণননকে। বর্তমানে তিনি দিল্লির গ্লোবাল স্পেস এক্সপ্লোরেশন কনফারেন্সে ছিলেন। সেখানে ফোন করে তাঁকে সেনার ডিউটিতে ফেরার কথা জানানো হয়েছে।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে কৃষ্ণনন জানান, “বর্তমান পরিস্থিতির জন্য ভারতীয় বায়ুসেনা আমাকে ফিরে আসতে বলেছে।” যা দেখে মনে করা হচ্ছে, সীমান্তে সংঘর্ষের আবহে ভারতীয় বায়ুসেনা বড় কিছু করার পরিকল্পনা করছে। আর তাই নিজেদের অভিজ্ঞ অফিসারকে যুদ্ধকালীন তৎপরতায় কাজে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে।

কে এই অজিত কৃষ্ণনন?

২০০৩ সালে ভারতীয় সেনায় যোগ দিয়েছিলেন অজিত। ফ্লাইং ইনস্ট্রাক্টরের পাশাপাশি যুদ্ধবিমানের চালক ছিলেন। ২ হাজার ৯০০ ঘণ্টা একাধিক যুদ্ধবিমান ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। এর মধ্যে যেমন রয়েছে এসইউ-৩০ এমকেআই, মিগ-২৯।

গগনযান-ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সবচেয়ে বড় প্রকল্প। মহাকাশে নভোচর পাঠানোই ‘পাখির চোখ’। গগনযান মিশনের সমস্ত নভোচরই পুরুষ। তাঁরা হলেন গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণনন, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ এবং উইং কমান্ডার শুভাংশু শুক্লা। এই মিশন সফল হলে ভারতই হবে চতুর্থ দেশ যারা মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চিনের পর সফল ভাবে নভোশ্চরদের মহাকাশে পাঠাতে সক্ষম হবে। এদের মধ্যে অজিত কৃষ্ণনন বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন। যুদ্ধ পরিস্থিতিতে তাঁকে দেশের কাজে ফিরতে হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement