সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের বায়ুসেনাকে আরও শক্তিশালী করে তুলতে এবার বড় পদক্ষেপ প্রতিরক্ষা মন্ত্রকের। আকাশপথে শত্রুপক্ষের সকল গতিবিধির উপর নজরদারি চালাতে বায়ুসেনার পেতে চলেছে অত্যাধুনিক গুপ্তচর বিমান। যার পোশাকি নাম, ‘ইন্টেলিজেন্স, সার্ভিল্যান্স, টার্গেট অ্যাকুইজিশন অ্যান্ড রিকনাইসেন্স’ বা ‘আইস্টার’। বায়ুসেনার জন্য ৩টি ‘আইস্টার’ কেনার সিদ্ধান্ত নিতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক।
সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, ১০ হাজার কোটি টাকা খরচে তিনটি আইস্টার কেনার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে রাজনাথ সিংয়ের মন্ত্রক। চলতি মাসেই ডিফেন্স অ্যাকুইজিশন কমিটি (ডিসিএ) এই প্রস্তাবে ছাড়পত্র দিতে চলেছে বলে জানা যাচ্ছে। শত্রুর ঘাঁটি, তাদের রাডার, ক্ষেপণাস্ত্র লঞ্চার কিংবা অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জামের অবস্থান নির্ণয় করতে সক্ষম। আকাশ থেকে নজরদারি চালিয়ে সমস্ত তথ্য সরবরাহ করবে এই বিমানগুলি। যার মাধ্যমে আরও নিখুঁত তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট স্থানে হামলা চালাতে পারবে সেনাবাহিনী। দেশের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও-এর বিজ্ঞানীরা ইতিমধ্যেই আইস্টারের সফল পরীক্ষা করেছেন। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের মাধ্যমে শীঘ্রই দেশের মাটিতে এই বিমান তৈরির আনুষ্ঠানিক ছাড়পত্র দিতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক।
বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী, বর্তমানে আমেরিকা, রাশিয়া ও ইজরায়েলের মতো দেশের হাতে রয়েছে অত্যাধুনিক এই নজরদারি বিমান। এবার ভারতীয় বায়ুসেনার হাতে আইস্টার-এর মতো অত্যাধুনিক প্রযুক্তির নজরদারির বিমান এলে তা দেশের সামরিক পরিকাঠামোকে নয় উচ্চতায় নিয়ে যাবে। ভবিষ্যতে যদি পাকিস্তান বা চিনের বিরুদ্ধে কোনও কৌশলগত অভিযান হয় তাহলে সেখানে এই প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.