Advertisement
Advertisement
Rajasthan

রাজস্থানে ভেঙে পড়ল বায়ুসেনার জাগুয়ার বিমান, পাইলট-সহ মৃত ২

চুরু জেলায় ভেঙে পড়ল যুদ্ধবিমান জাগুয়ার।

IAF's Jaguar fighter jet crashes in Rajasthan
Published by: Amit Kumar Das
  • Posted:July 9, 2025 2:25 pm
  • Updated:July 9, 2025 2:56 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানে দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান। বুধবার বেলার দিকে রাজ্যের চুরু জেলায় ভেঙে পড়ল বোমারু যুদ্ধবিমান জাগুয়ার। দুর্ঘটনার জেরে পাইলট-সহ মোট ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এই নিয়ে গত তিন মাসে ২টি বিমান দুর্ঘটনার ঘটনা ঘটল দেশে।

Advertisement

জানা গিয়েছে, এই দুর্ঘটনা ঘটে চুরু জেলার রত্নাগড় শহর এলাকায়। গ্রামবাসীদের তরফে জানা যাচ্ছে, বেলার দিকে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। কী ঘটেছে প্রথমে বোঝা না গেলেও কিছুক্ষণ পর দেখা যায় মাঠের মধ্যে পড়ে রয়েছে এক বিমানের ধ্বংসাবশেষ। দাউ দাউ করে জ্বলছে আগুন। বিষয়টি নজরে আসতেই প্রাথমিক উদ্ধারকাজে নামেন স্থানীয়রাই। পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। স্থানীয় থানার পুলিশ আধিকারিকের থেকে জানা গিয়েছে, দুর্ঘটনার পর বিমানটি থেকে ২ জনের দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, এই নিয়ে চলতি বছরে দুর্ঘটনার কবলে পড়ল দুটি জাগুয়ার বিমান। এর আগে গত এপ্রিল মাসে গুজরাটের জামনগর থেকে ১২ কিলোমিটার দূরে সুয়ারদার গ্রামের মাঠে ভেঙে পড়েছিল দুই আসনবিশিষ্ট একটি জাগুয়ার যুদ্ধবিমান। সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল পাইলট সিদ্ধার্থ যাদবের। তারও আগে হরিয়ানাতে প্রশিক্ষণ চলাকালীন ভেঙেছিল আরও একটি জাগুয়ার বিমান। প্রসঙ্গত, পুরনো হলেও ভারতীয় বায়ুসেনার নির্ভরযোগ্য এই বোমারু বিমান একাধিক যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। ১৯৯৯ সালে কারগিল যুদ্ধে পাকিস্তানকে দুরমুশ করেছিল এই বিমানই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ