Advertisement
Advertisement
Uttar Pradesh

উত্তরপ্রদেশের মুখ্য সচিব হিসেবে দায়িত্ব নিলেন আইএএস অফিসার শশী প্রকাশ গোয়েল

এর আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অতিরিক্ত মুখ্য সচিব হিসেবে ৮ বছর দায়িত্ব সামলেছেন।

IAS officer Shashi Prakash Goyal takes charge as Uttar Pradesh Chief Secretary
Published by: Hemant Maithil
  • Posted:August 1, 2025 12:42 pm
  • Updated:August 1, 2025 1:24 pm   

হেমন্ত মৈথিল, লখনউ: বৃহস্পতিবার উত্তরপ্রদেশের নতুন মুখ্য সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন শশী প্রকাশ গোয়েল। এর আগে তিনি ৮ বছর ধরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অতিরিক্ত মুখ্য সচিবের দায়িত্ব পালন করেছেন বলে জানা যায়। তিনি উত্তরপ্রদেশের অতিরিক্ত আবাসিক কমিশনারও ছিলেন। ৩১ জুলাই অবসরপ্রাপ্ত মনোজ কুমার সিংয়ের স্থলাভিষিক্ত হলেন গোয়েল।

Advertisement

সূত্র মারফত জানা গেছে, মনোজ কুমার সিং-এর মেয়াদ বৃদ্ধির আবেদন অনুমোদন করেননি কেন্দ্রীয় সরকার। দায়িত্ব গ্রহণের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে উত্তরপ্রদেশের সার্বিক উন্নতিতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে জানান তিনি।

নতুন মুখ্য সচিব শশী প্রকাশ গোয়েল উত্তরপ্রদেশ ক্যাডারের একজন আইএএস অফিসার। তিনি ১৯৮৯ সালে ইউপিএসসি সিএসই পাস করেন। সর্বভারতীয় স্তরে তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন। কর্মজীবনে প্রবেশ করেন ১৯৯০ সালে ইটাওয়ার সহকারী ম্যাজিস্ট্রেট হিসেবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ