Advertisement
Advertisement
IB recruitment exams

সপ্তমী-অষ্টমীতে স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ আইবির নিয়োগ পরীক্ষা, তীব্র প্রতিবাদ তৃণমূলের

পুজোর আবহে বাঙালি ছেলেমেয়েরা প্রস্তুতি নেবেন কীভাবে? প্রশ্ন উঠছে সোশাল মিডিয়াতেও।

IB recruitment exams clash with Durga Puja, TMC opposes
Published by: Subhajit Mandal
  • Posted:September 20, 2025 1:42 pm
  • Updated:September 20, 2025 1:46 pm   

বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: হাতে আর দশ দিনও নেই। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে। পাড়ায় পাড়ায় সাজ সাজ রব। আর তার মধ্যেই সপ্তমী ও অষ্টমীতে সরকারি চাকরির পরীক্ষার দিন চূড়ান্ত করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সর্বভারতীয় এই পরীক্ষায় ৩৭টি অঞ্চলে ৪,৯৮৭টি শূন্যপদ রয়েছে।

Advertisement

এমনিতেই সরকারি চাকরির আকাল। কিন্তু পুজোর আবহে বাঙালি ছেলেমেয়েরা কি পরীক্ষার সঠিক প্রস্তুতি নিতে পারবেন? বা দর্শনার্থীর ভিড়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে তাঁদের সমস্যা হবে না তো? সব মিলিয়ে এই সময় পরীক্ষার দিন ফেলা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ফের বাঙালি বিদ্বেষের অভিযোগ উঠেছে। বাংলা ও বাঙালি বিদ্বেষের চরম নিদর্শন বলে অভিযোগ তুলে গর্জে উঠেছে তৃণমূল কংগ্রেস। অবিলম্বে পরীক্ষার দিন বদলের দাবিও তুলেছে রাজ্যের শাসক দল। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন ইনটেলিজেন্স ব্যুরো বা আইবি-র সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে প্রায় পাঁচ হাজার শূন্য আসনের জন্য পরীক্ষা নেওয়া হবে। কিন্তু অমিত শাহর মন্ত্রকের পক্ষ থেকে এই পদের জন্য প্রথম ধাপের পরীক্ষা আগামী ২৯ ও ৩০ সেপ্টেম্বর হবে বলে ঘোষণা করা হয়েছে। যা দুর্গাপুজোর সপ্তমী ও অষ্টমী।

প্রশ্ন উঠেছে, শাহর মন্ত্রক কি ইচ্ছাকৃতভাবেই সপ্তমী ও অষ্টমীকে পরীক্ষার জন্য বেছে নিয়েছে! যাতে বাঙালি ছেলেমেয়েরা পরীক্ষায় বসতে না পারে! এমন প্রশ্ন উঠেছে বাংলার সমস্ত মহল থেকেই। সোশাল মিডিয়াতেও এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। ‘বিজেপি যে কতটা বাংলা ও বাঙালি বিদ্বেষী এটাই তার প্রমাণ’, ‘দিওয়ালি বা ছট পুজোর দিনে তো কোনও পরীক্ষার দিন ফেলা হয় না’ -এমন অজস্র মন্তব্য উঠে এসেছে সেখানে।

সপ্তমী ও অষ্টমীতে পরীক্ষার দিন ঘোষণার প্রতিবাদ গর্জে উঠেছে তৃণমূল কংগ্রেস। অবিলম্বে পরীক্ষার দিন বদলের দাবিও তুলেছে তারা। দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এ প্রসঙ্গে বলেছেন, “বাংলা ও বাঙালিকে বিজেপি কতটা অসম্মান করে এটা তারই প্রমাণ। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তার সপ্তমী ও অষ্টমীর দিন পরীক্ষা! এটা হতে পারে! বাঙালি ছেলেমেয়েরা পুজোয় আনন্দ করবে নাকি পরীক্ষার প্রস্তুতি নেবে! মহারাষ্ট্রে গণেশ পুজোর দিন, দেশের অন্যত্র দিওয়ালির দিন, ছট পুজোর দিন এভাবে পরীক্ষা নিতে পারতেন! এরপরও বিজেপি নেতারা দুর্গাপুজো নিয়ে বড় বড় কথা বলবেন! অমিত শাহ আবার কলকাতায় পুজো উদ্বোধন করতে আসবেন! এসব লোকদেখানো নাটক বন্ধ করুন। এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করছি। অবিলম্বে পরীক্ষার দিন বদল করার দাবি জানাচ্ছি।” একটি সংগঠন সোশাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়ে লিখেছে, ‘অমিত শাহর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্টেলিজেন্স ব্যুরোর সিকিউরিটি অ্যাসিস্টান্ট পরীক্ষা দিয়েছে দুর্গাপুজোর সপ্তমী আর অষ্টমীর দিন। দেওয়ালি বা ছটের দিন তো পরীক্ষা ফেলে না। বাংলা ও বাঙালির প্রতি এত ঘৃণা ও তাচ্ছিল্য?’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ