Advertisement
Advertisement
ICICI Bank

৫-১০ হাজার নয়, সেভিংস অ্যাকাউন্ট ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে ৫০ হাজার! নির্দেশিকা এই ব্যাঙ্কের

ন্যূনতম ব্যালেন্সের অঙ্ক নিয়ে উচ্চবিত্তদেরও চিন্তায় পড়তে হতে পারে।

ICICI Bank hikes minimum savings account balance in metros, urban areas
Published by: Subhajit Mandal
  • Posted:August 9, 2025 1:48 pm
  • Updated:August 9, 2025 1:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলে দিতে হবে জরিমানা। বেশ কয়েক বছর আগেই এই নিয়ম চালু করে কেন্দ্র। উদ্দেশ্য ছিল ব্যাংকগুলির লোকসানের পরিমাণ কমানো। কিন্তু সেই নির্দেশিকাকে এবার ইচ্ছামতো মুনাফা তোলার কাজে ব্যবহার করা শুরু করে দিল বেসরকারি ব্যাঙ্কগুলি। আইসিআইসিআই ব্যাঙ্ক জানিয়ে দিল, সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সের যে পরিমাণ আগে বেঁধে দেওয়া হয়েছিল, সেটা এবার অনেকটাই বাড়ানো হচ্ছে।

Advertisement

এবার থেকে মহানগর বা শহরাঞ্চলে আইসিআইসিআই গ্রাহকদের ন্যূনতম ৫০ হাজার টাকা ব্যালেন্স রাখতে হবে। আগে এই অঙ্কটা ছিল ১০ হাজার টাকা। মফঃস্বল তথা আধা শহর এলাকার শাখাগুলিতে ন্যূনতম ২৫ হাজার টাকা ব্যালেন্স রাখতে হবে। আগে এই অঙ্কটা ছিল ৫ হাজার। গ্রামাঞ্চলের শাখাগুলির ক্ষেত্রে আগে এই ন্যূনতম ব্যালেন্সের পরিমাণ ছিল আড়াই হাজার টাকা। সেটাই এবার হচ্ছে ১০ হাজার। ১ আগস্ট থেকেই এই নয়া নিয়ম কার্যকর হবে। মাসের শেষে ন্যূনতম এই ব্যালেন্স রাখতে না পারলেই মোটা অঙ্কের জরিমানা দিতে হবে গ্রাহকদের।

২০১৭ সালের এপ্রিল মাসে প্রায় ৫ বছর পর ন্যূনতম ব্যালেন্স না থাকলে জরিমানা করার নিয়ম চালু করে কেন্দ্র। সেই সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা হয়েছিল দেশজুড়ে। বিরোধীরা অভিযোগ করেছিলেন এই সিদ্ধান্তের জেরে চরম ক্ষতিগ্রস্ত হবেন নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষ। কারণ, মাসের শেষে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখাটা এই মানুষগুলির পক্ষে কষ্টকর। এর উপর যদি জরিমানার খড়্গ এসে পড়ে তাহলে সত্যিই কঠিন সমস্যায় পড়তে হবে গরিব মানুষকে। এবার আইসিআইসিআই ব্যাঙ্ক ন্যূনতম ব্যালেন্সের পরিমাণ এতটা বাড়িয়ে দিল যে উচ্চবিত্তদেরও চিন্তায় পড়তে হতে পারে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement