ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি সভাপতি। অথচ তিনিই বলছেন, ‘সিদ্ধান্ত নেবে হাইকমান্ড’। কর্নাটকে নেতৃত্ব বদল ইস্যুতে মুখ খুলে বিরোধী শিবিরের হাতে অস্ত্র তুলে দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সেই অস্ত্রেই এবার হাত শিবিরকে নিশানা করল বিজেপি। গেরুয়া শিবিরের মুখপাত্র তেজস্বী সূর্য প্রশ্ন তুললেন, ‘সভাপতি খাড়গে যদি না হন, তাহলে অদৃশ্য ভূতের মতো সমস্ত কিছুতে সামনে আসা এই হাইকমান্ডটা ঠিক কে?’
ব্যাপক দুর্নীতির অভিযোগ ও দলীয় কোন্দলের জেরে কর্নাটকে মুখ্যমন্ত্রী বদলের জল্পনা চরম আকার নিয়েছে। সোমবার বেঙ্গালুরুতে রাজ্যের বিধায়কদের সঙ্গে রণদীপ সুরজেওয়ালার রুদ্ধদ্বার বৈঠক সেই জল্পনাকে আরও হাওয়া দিচ্ছে। তাৎপর্যপূর্ণ ভাবে এই কর্নাটকেরই বাসিন্দা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রাজ্যের মুখ্যমন্ত্রী বদল নিয়ে সংবাদমাধ্যমের তরফে খাড়গেকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “গোটা বিষয়টি হাইকমান্ডের উপর ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার সেখান থেকেই নেওয়া হবে। ফলে অযথা বিষয়টি নিয়ে সমস্যা তৈরি করা উচিত নয়।”
সভাপতির এমন মন্তব্য সামনে আসার পর পালটা কংগ্রেসকে নিশানা করে বিজেপি। বিজেপি সাংসদ তেজস্বী সূর্য প্রশ্ন তোলেন, ‘এই অদেখা, অশ্রুত হাইকমান্ড আসলে কে?’ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘কংগ্রেসে হাইকমান্ড হল একটি ভূতের মতো। একে কেউ দেখেনি, কানেও শোনা যায় না কিন্তু সর্বত্র অনুভূত হয়। এমনকী খোদ কংগ্রেস সভাপতি, যাকে সাধারণ মানুষ হাইকমান্ড বলে মনে করেন, তিনিও ফিসফিস করে এই হাইকমান্ডের নাম বলেন। বুঝিয়ে দেন তিনি আসলে হাইকমান্ড নন। বিষয়টি ভেবে দেখুন কত ভয়ংকর।’
বিজেপির এহেন কটাক্ষের পর রাজনৈতিক মহলের দাবি, নাম না নিলেও এই মন্তব্যে আসলে কংগ্রেসের পরিবারতন্ত্রকে কটাক্ষ করেছে বিজেপি। দীর্ঘদিন ধরে বিজেপির অভিযোগ কংগ্রেস পরিবারতন্ত্রের রাজনীতি করে। সভাপতি পদে খাড়গেকে বসালেও আসলে গোটা কংগ্রেস নিয়ন্ত্রিত হয় গান্ধী পরিবার দ্বারা। হাইকমান্ড বলতে খাড়গে আসলে সেই গান্ধী পরিবারের উপরেই সিদ্ধান্ত ছেড়েছেন। নাম না নিলেও কটাক্ষবাণে সেটাই বুঝিয়ে দিল বিজেপি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.