Advertisement
Advertisement
IIT Bombay

হস্টেলের ছাদ থেকে মরণঝাঁপ বম্বে আইআইটির পড়ুয়ার! নেপথ্যে মানসিক অবসাদ?

পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

IIT Bombay Student Jumps To Death From Hostel Building

ফাইল ছবি।

Published by: Subhodeep Mullick
  • Posted:August 2, 2025 3:38 pm
  • Updated:August 2, 2025 3:38 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হস্টেলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে ‘আত্মঘাতী’ হলেন বম্বে আইআইটির এক চতুর্থ বর্ষের ছাত্র। শনিবার ভোরে হস্টেলের সামনে থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে সেখানে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কিন্তু কী কারণে তিনি এই চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদ থেকেই তিনি আত্মহত্যা করেছেন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম রোহিত সিনহা। বয়স ২৬ বছর। বাড়ি দিল্লিতে। হস্টেলের এক পড়ুয়ার দাবি, শুক্রবার রাত আড়াইটে নাগাদ রোহিত ফোনে কথা বলতে ছাদে উঠেছিলেন। দীর্ঘক্ষণ তাঁকে ছাদে ঘোরাঘুরি করতেও দেখেন বলে দাবি করেছেন ওই পড়ুয়া। তবে তারপর নাকি তিনি আর রোহিতকে দেখেননি। এরপর সকালে রোহিতের রক্তাক্ত দেহ হস্টেলের সামনে পড়ে থাকতে দেখেন সবাই। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যেই দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদ থেকেই আত্মহত্যা করেছেন রোহিত। যদিও এর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের এক আধিকারিক বলেন, “আমরা ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছি। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর আরও তথ্য দেওয়া সম্ভব হবে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ