সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক ক্ষেত্রে পা রাখতে চলেছে আইআইটি বম্বে। জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধছে ভারতের অন্যতম সেরা প্রতিষ্ঠান। যৌথ উদ্যোগে ডুয়াল ডিগ্রি কোর্স চালু করতে চলেছে তারা। বর্তমানে পিএইচডি প্রোগাম চালু করবে আইআইটি বম্বে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরই এই কোর্স চালু হতে চলেছে।
গত এপ্রিল মাসে জাপানের সঙ্গে একটি মউ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেই চুক্তির পরই ডুয়াল ডিগ্রির বিষয়টি গতি পেয়েছে। জানা গিয়েছে, প্রাথমিকভাবে বম্বে আইআইটি জাপানে পিএইচডি প্রোগাম চালু করবে। স্নাতকের কোনও কোর্স চালু করার আপাতত কোনও পরিকল্পনা নেই। জাপানের প্রযুক্তি ও ভারতীয় শিক্ষাক্ষেত্রের মেধা ব্যবহার করে দুই দেশের শিক্ষার মান উন্নয়নই লক্ষ্য।
বম্বে আইআইটি যাদের সঙ্গে চুক্তি করেছে সেই তোহেকু বিশ্ববিদ্যালয় সে দেশের সরকারের সাহায্যপ্রাপ্ত বিখ্যাত প্রতিষ্ঠান। তাঁদের মূল ক্যাম্পাসেই একটি সেন্টার তৈরি করা হবে। সর্বভারতীয় সংবাদ সংস্থা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জাপানে এখন প্রায় ১৬০০ ভারতীয় উচ্চশিক্ষার জন্য গিয়েছেন। এই চুক্তি স্বাক্ষরের ফলে সংখ্যাটি আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তাছাড়াও দুই দেশের শিক্ষা-সংস্কৃতির আদান-প্রদান আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। এই বিষয়টিকে সাধুবাদ জানিয়েছে দেশের শিক্ষকমহল। এখন শুধু কোর্স শুরু হওয়ার অপেক্ষা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.