Advertisement
Advertisement
IMF India

‘চতুর্থ বৃহৎ অর্থনীতি ভারত’, নীতি আয়োগ সিইও-র দাবি ‘বাস্তবসম্মত নয়’, দাবি IMF তথ্যভাণ্ডারের

চলতি বছরেই জাপানকে টপকে যাবে ভারত, এমনটাই পূর্বাভাস আইএমএফের।

IMF database say India is not officially the fourth largest economy

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:May 27, 2025 1:05 pm
  • Updated:May 27, 2025 1:05 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার নীতি আয়োগের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) বিভিআর সুব্রহ্মণ্যম দাবি করেছেন, ভারত জাপানকে টপকে ইতিমধ্যেই বিশ্বের চতুর্থ সর্ববৃহৎ অর্থনীতিতে পরিণত হয়েছে। একইসঙ্গে তিনি জানান, এই মুহূর্তে ভারত ৪ লক্ষ কোটি ডলারের মাইলফলক অতিক্রম করে গিয়েছে। এই কৃতিত্বের সৌজন্যেই বৃহত্তম অর্থনীতির তালিকায় জাপানকে টপকে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত। তবে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের (আইএমএফ) সর্বশেষ তথ্য পর্যালোচনা করলে ইঙ্গিত মিলছে যে, তাঁর এই মন্তব্যটি করার মতো সময় এখনও আসেনি।

Advertisement

সংবাদ সংস্থার খবর, আইএমএফ-এর মতে, ভারত ২০২৫ সালে জাপানকে ছাড়িয়ে চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে। তবে ২০২৫ সালের এপ্রিলের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ থেকে আইএমএফের সাম্প্রতিক অনুমানের ভিত্তিতে, এখনও আনুষ্ঠানিকভাবে এই রূপান্তর ঘটেনি। সেই পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ২০২৪ সালের সারণি অনুসারে ভারত জাপানের খুব কাছাকাছি থাকলেও, আইএমএফের বর্তমান অনুমান অনুসারে এটি এখনও কিছুটা পিছিয়ে রয়েছে। তবে আইএমএফের পূর্বাভাস অনুসারে, ভারত ২০২৫ সালে জাপানকে সামান্য ব্যবধানে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার জন্য প্রস্তুত। আইএমএফ-এর অনুমান, ভারত ২০২৮ সালের শেষ নাগাদ জার্মানিকে ছাড়িয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে।

শনিবার সুব্রহ্মণ্যম বলেছিলেন, “শুধুমাত্র আমেরিকা, চিন এবং জার্মানিই আমাদের আগে রয়েছে এবং আমরা যদি যা পরিকল্পনা করা হচ্ছে, যা নিয়ে চিন্তা করা হচ্ছে তা মেনে চলি, তবে আরও আড়াই থেকে তিন বছরের মধ্যে আমরা তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হব।” পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের অধীন জাতীয় পরিসংখ্যান দপ্তর (এনএসও) ৩০ মে ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ ত্রৈমাসিক ও সম্পূর্ণ অর্থবছরের জিডিপি বৃদ্ধির তথ্য প্রকাশ করবে। আইএমএফ-এর অনুমান, এপ্রিলের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ রিপোর্ট অনুসারে ভারতের জিডিপি ২০২৬ সালে ৬.২ শতাংশ এবং ২০২৭ সালে ৬.৩ শতাংশ হারে বৃদ্ধি পাবে। এদিকে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আশা করছে যে, ২০২৬ সালে ভারতের অর্থনীতি ৬.৫ শতাংশ বৃদ্ধি পাবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ