Advertisement
Advertisement
Voter list revision

ঠগ বাছতে গাঁ উজাড়! বিহারের ভোটার তালিকা থেকে বাদ পড়ার মুখে ৪১ লক্ষ ভোটার

বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন।

In Bihar Voter list revision, 41 lakh now at risk of exclusion
Published by: Subhajit Mandal
  • Posted:July 20, 2025 10:57 am
  • Updated:July 20, 2025 10:57 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবৈধ ভোটার বাছতে গিয়ে গাঁ উজাড় হওয়ার জোগাড়! বিহারের ভোটের তালিকা থেকে বাদ পড়তে পারে অন্তত ৪১ লক্ষ ভোটারের নাম। নির্বাচন কমিশন সূত্রের খবর, এই ৪১ লক্ষ ভোটারকেই তাঁদের নির্দিষ্ট ঠিকানায় গিয়ে খুঁজে পাওয়া যায়নি। আগামী ৬ দিনের মধ্যে খোঁজ না পাওয়া গেলে এরা ভোটাধিকার হারাবেন।

Advertisement

বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন। যাকে বলা হচ্ছে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’। অবৈধ অনুপ্রবেশকারী- সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন। তারা বলেছে, যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটানের অধিকার পান সেটা নিশ্চিত করতেই এই সংশোধনী। বিহারের পরে এক এক করে অন্যান্য রাজ্যগুলিতে ভোটার তালিকা সংশোধনের কাজ হবে।

তালিকাভুক্ত ভোটার বা নতুন আবেদনকারীদের বাড়ি বাড়ি পরিদর্শনের সময় বুথ স্তরের অফিসাররা একটি ফর্ম দিচ্ছেন। সেই ফর্ম পূরণ করে জমা দিতে হবে। এর পাশাপাশি ভারতীয় নাগরিকত্বের সেলফ অ্যাটেস্টেট ঘোষণাপত্রও জমা দিতে হবে। কমিশন সূত্রের খবর, ওই ফর্ম বিলি করতে গিয়ে বুথ অফিসাররা অন্তত ৪১ লক্ষ ভোটারের হদিশ পাননি। তাঁরা তাঁদের রেজিস্টার্ড ঠিকানায় থাকেন না। পরে খোঁজখবর করে জানা যায়, এই ৪১ লক্ষের মধ্যে ১৪.১ লক্ষ মৃত। অথচ তাঁদের ভোটার কার্ড বাতিল হয়নি। ১৯.৭ লক্ষ ভোটার অন্য এলাকায় চলে গিয়েছেন। সাড়ে সাত লক্ষ ভোটার একাধিক জায়গায় ভোট দেওয়ার আবেদন করেছেন। এবং ১১ হাজার ভোটারের কোনও খোঁজই মেলেনি। আগামী ৬ দিনের মধ্যে অবস্থানের বদল না হলে এই ৪১ লক্ষ ভোটারকেই তালিকা থেকে ছেঁটে ফেলা হবে।

এ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে মোট ৭.১৫ কোটি ফর্ম এ পর্যন্ত সংগ্রহ করতে পেরেছেন আধিকারিকরা। আরও ৪ শতাংশ ফর্ম সংগ্রহ করা বাকি। এদিকে প্রায় ৫ শতাংশ ভোটারের হদিশই পাওয়াই যাচ্ছে না। আগামী ২৫ জুলাই ফর্ম জমা দেওয়ার শেষ দিন। সেদিনের মধ্যে ফর্ম জমা না পড়লে এই ভোটারদের বাতিল করা হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ