Advertisement
Advertisement
Delhi

দিল্লি বিমানবন্দর-সহ একাধিক স্কুলে বোমাতঙ্ক! উৎসবের আবহে বাড়ল নিরাপত্তা

ফের বোমাতঙ্কের ঘটনা রাজধানীতে।

in festival season Delhi airport, several schools receive bomb threat, high alert
Published by: Kousik Sinha
  • Posted:September 28, 2025 5:59 pm
  • Updated:September 28, 2025 6:08 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ফের বোমাতঙ্কের ঘটনা রাজধানীতে। দিল্লি বিমানবন্দর-সহ একাধিক স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। এরপরেই নড়েচড়ে বসেছে দিল্লি পুলিশ প্রশাসন। দিল্লি বিমানবন্দর-সহ রাজধানীর একাধিক জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। তল্লাশি চালানো হয় দিল্লি বিমানবন্দরেও। যদিও এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। চলতি মাসে এই নিয়ে চারবার ভুয়ো বোমাতঙ্কের ঘটনা ঘটল রাজধানীতে।  উৎসবের আবহে যা নিয়ে তীব্র আতঙ্ক তৈরি হয়।

Advertisement

জানা যায়, আজ রবিবার দিল্লির কুতুব মিনার সংলগ্ন সর্বোদয় বিদ্যালয় এবং দ্বারকা এলাকায় সিআরপিএফ পাবলিক স্কুলের ইমেলে একটি মেল করা হয়। যেখানে স্কুলে বোমা রাখা আছে বলে দাবি করা হয়। যা নিয়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে যায় দিল্লি পুলিশের বিশাল টিম, দমকল এবং বম্ব স্কোয়াড। দীর্ঘক্ষণ ধরে ওই দুই স্কুলে তল্লাশি চালানো হয়। যদিও শেষমেশ দীর্ঘ তল্লাশিতেও কিছু উদ্ধার হয়নি। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ”হুমকিবার্তা আসার পরেই গুরুত্ব দিয়ে গোটা ঘটনা দেখা হয়। চলে তল্লাশিও। যদিও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।”

বলে রাখা প্রয়োজন, গত ২০ সেপ্টেম্বর দ্বারকার দিল্লি পাবলিক স্কুল, কৃষ্ণ মডেল পাবলিক স্কুল এবং সর্বোদয় পাবলিক স্কুলে একইভাবে বোমাতঙ্ক ছড়ায়। এছাড়াও দিল্লির নজফগড় এলাকার কিছু স্কুলেও বোমা হামলার হুমকি আসে। যদিও সেই সময়েও দীর্ঘ তল্লাশি চালিয়েও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। গত জানুয়ারি মাস থেকে বারবার বোমাতঙ্ক ছড়িয়েছে দিল্লি-এনসিআর এলাকায়। যদিও সব বোমাতঙ্কই পরবর্তীকালে ভুয়ো বলে প্রমাণিত হয়।

গত আট মাসে প্রায় ১৫০ স্কুল এবং কলেজে বোমাতঙ্ক ছড়ানো হয়। ভুয়ো বোমাতঙ্কের হাত থকে নিস্তার পায়নি বিভিন্ন হোটেল এবং দিল্লি হাই কোর্টও। এই মাসের শুরুতেই মুখ্যমন্ত্রীর কার্যালয় ও মৌলানা আজাদ মেডিক্যাল কলেজ উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল আসে। গত সপ্তাহে দিল্লি হাইকোর্টেও বোমা হামলার হুমকি দেওয়া হয়। এরপরেই আদালত এলাকায় নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। ঘটনায় শুনানি পর্যন্ত স্থগিত রাখা হয়। বারবার একই ঘটনায় রীতিমতো উদ্বেগ বাড়ছে দিল্লি পুলিশ প্রশাসনে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ