ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমান্তে উত্তাপ বাড়ছে। মাঝেমধ্যেই সীমান্তর ওপাশ থেকে উড়ে আসছে গুলি-ড্রোন-মিসাইল। ভারত-পাকিস্তান, দুই প্রতিবেশী দেশের মধ্যে সংঘাত চলছে। এমন পরিস্থিতিতে রাজ্যের মুখ্যসচিব ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকদের বিশেষ ক্ষমতা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রয়োজনে তাঁরা জরুরি ক্ষমতা ব্যবহার করতে পারবে। শুক্রবার চিঠি দিয়ে জানিয়ে দিল অমিত শাহের মন্ত্রক।
চিঠিতে বলা হয়েছে, ১৯৬৮ সালের অসামরিক প্রতিরক্ষা বিধির ১১ নম্বর ধারা অনুযায়ী প্রদত্ত জরুরি অবস্থার ক্ষমতা বলবৎ করতে পারেন রাজ্যের মুখ্যসচিব এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকরা। যার সাহায্য়ে যুদ্ধের মতো জরুরি পরিস্থিতিতে জনগণ, সরকারি সম্পত্তি রক্ষা, প্রয়োজনীয় পরিষেবা চালু রাখার জন্য দ্রুত পদক্ষেপ করতে পারে। কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে থাকার প্রয়োজন নেই। অযথা লালফিতের জটে আটকাবে না সময়োপযোগী সিদ্ধান্ত।
Ministry of Home Affairs writes to chief secretaries and administrators of all states and Union Territories asking them to invoke emergency powers under civil defence rules for efficient implementation of the necessary precautionary measures.
— ANI (@ANI)
এই বিধি অনুযায়ী কী কী করতে পারবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যসচিব ও প্রশাসকেরা?
জনতা ও সম্পত্তি রক্ষায় জরুরি পদক্ষেপ।
জল, বিদ্যুৎ, হাসপাতাল এবং যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতে জরুরি পদক্ষেপ।
অসামরিক প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে মানতে হবে না নিয়ম।
সবমিলিয়ে যুদ্ধকালীন পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপের জন্য স্বরাষ্ট্রসচিবদের কার্যত ‘ফ্রি হ্যান্ড’ দিল কেন্দ্র।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.