Advertisement
Advertisement
China

ফের শুরু হচ্ছে ভারত-চিন সরাসরি উড়ান পরিষেবা, বড় ঘোষণা কেন্দ্রের

কবে থেকে শুরু হচ্ছে বিমান চলাচল?

India and China agreed to resume direct air services
Published by: Biswadip Dey
  • Posted:October 2, 2025 8:14 pm
  • Updated:October 2, 2025 8:14 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুঞ্জন ছিল আগে থেকেই। অবশেষে সমস্ত জল্পনা সত্যি করে শুরু হতে চলেছে ভারত-চিন বিমান চলাচল। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দুই দেশের অসামরিক বিমান চলাচল বিভাগের মধ্যে এই নিয়ে আলোচনা হয়েছে। আর তারপরই ঠিক হয়েছে, দুই দেশের মধ্যে উড়ান পরিষেবা ফের শুরু করার। এই মাসেই শেষদিকে তা চালু হতে পারে বলেই জানানো হয়েছে।

Advertisement

কেন্দ্রের তরফে যে বিবৃতি পেশ করা হয়েছে, সেখানে বলা হয়েছে, দীর্ঘ আলোচনার পরে দুই ঐক্যমত্যে এসেছে যে, ফের দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু করা যেতে পারে। এই পরিষেবা চালু হলে তা যে দুই দেশের মধ্যে যোগাযোগ আরও সহজ করবে তাও জানানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালে কোভিড অতিমারীর জেরে যার প্রভাব পড়েছিল কৈলাস-মানস সরোবর যাত্রা, দু’দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল এবং ভিসার উপর। পরবর্তীতে গালওয়ান সংঘাতের কারণে ভারত-চিন সম্পর্কের অবনতি ঘটে। এরপর একাধিকবার সামরিক স্তরে বৈঠক হয় দুই দেশের। চলতি বছর বেজিং-এর সবুজ সংকেতের পর শুরু হয়েছে কৈলাস-মানস সরোবর যাত্রা। এমনকী চিনা নাগরিকদের টুরিস্ট ভিসা দেওয়ার কথাও ঘোষণা করেছে ভারত। এবার দু’দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবাও শুরু হতে চলেছে।

বলে রাখা ভালো, বিভিন্ন সংঘাতের জেরে এমনিতেই আশান্ত হয়ে উঠেছে বিশ্ব। সেখানে উভয় দেশের সুবিধার জন্য চিনও চাইছে ভারতের সঙ্গে নতুন করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে। শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির পর ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত আগ্রহী হয়েছে শি জিনপিংয়ের দেশ। এই পরিস্থিতিতে উড়ান পরিষেবা চালু হওয়া যে দুই দেশের সম্পর্কেই ইতিবাচক প্রভাব ফেলবে তাতে নিশ্চিত ওয়াকিবহাল মহল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ