সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এরপর ভারতে সন্ত্রাসবাদী হামলা করার আগে দশবার ভাববে পাকিস্তান। সেভাবেই একের পর এক প্রত্যাঘাত করছে দিল্লি। এবার চন্দ্রভাগা নদীর জল বন্ধ করল ভারত। জম্মু ও কাশ্মীর হয়ে সিন্ধু, চন্দ্রভাগা এবং বিতস্তার জল পাকিস্তানের দিকে বয়ে যায়। ফলে জলপ্রবাহ আটকানো এবং বাড়তি জল ছাড়া, দুই রয়েছে ভারতের হাতে। বলা বাহুল্য, গ্রীষ্মের মরসুমে দিল্লির এই পদক্ষেপে অস্বস্তি বাড়ল ইসলামাবাদের।
পহেলগাঁও হামলার পর পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করেছে নয়াদিল্লি। সিন্ধু এবং তাঁর উপনদীগুলির জলপ্রবাহ নিয়ন্ত্রণে এই চুক্তি হয়েছিল। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর শিক্ষা দিতে বিতস্তার জল ছাড়ে ভারত। এর ফলে পাক অধিকৃত কাশ্মীরের একাংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময় পাকিস্তান অভিযোগ করে, কোনও রকম সতর্কবার্তা ছাড়াই জল ছেড়েছে ভারত। পালটা দাবি, নিয়ম মেনে জল ছাড়া হয়েছে।
প্রসঙ্গত, চন্দ্রভাগা নদীর উপর জম্মু ও কাশ্মীরের রমবান জেলায় বাগলিহার বাঁধ রয়েছে ভারতের। দীর্ঘ দিন ধরে দুই দেশের মধ্যে এই বাঁধ নিয়ে বিরোধ রয়েছে। ইসলামাবাদের অভিযোগ, এই বাঁধ তৈরি করে পাকিস্তানের জল আটকাতে চায় দিল্লি। এই বিষয়ে বিশ্বব্যাঙ্কের হস্তক্ষেপও চেয়েছিল তারা। পহেলগাঁও হামলার জেরে এবার সেই বাঁধ ব্যবহার করেই পাকিস্তানিমুখী জল আটকানো হল। সূত্রের খবর, একই পরিকল্পনা রয়েছে বিতস্তা নদীর উপর কিশনগঙ্গা বাঁধ নিয়েও। সমরাস্ত্রে যুদ্ধ না হোক, পাকিস্তানের অস্বস্তি বাড়ানোই প্রধান উদ্দেশ্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.