সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোদি সরকারের নির্দেশেই ভারতে রয়টার্সের এক্স হ্যান্ডেল বন্ধ করা হয়েছে। মঙ্গলবার কেন্দ্রের দাবি উড়িয়ে এমনটাই জানিয়েছিল এলন মাস্কের সংস্থা। কিছুক্ষণের মধ্যেই তার পালটা দিল নয়াদিল্লি। কেন্দ্রের এক মুখপাত্র বলেন, ‘ভারতের তরফে এরকম কোনও নির্দেশই দেওয়া হয়নি। শুধু রয়টার্স কেন, আন্তর্জাতিক কোনও সংবাদমাধ্যমেরই এক্স হ্যান্ডেল বন্ধ করার ইচ্ছা নয়াদিল্লির নেই।’
তিনি আরও বলেন, “রবিবার যখন দেখা যায় ভারতে রয়টার্সের এক্স হ্যান্ডেল খুলছে না, তখনই মাস্কের সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়। পুনরায় সেটি আনব্লকের নির্দেশও দেওয়া হয়। কিন্তু এক্স কর্তৃপক্ষ সেই অ্যাকাউন্টটি চালু করতে ২১ ঘণ্টারও বেশি সময় নেয়। একাধিকবার বলার পর সংস্থাটি আমাদের নির্দেশ কার্যকর করে।”
মঙ্গলবার এক্স একটি বিবৃতিতে দাবি করে, গত ৩ জুলাই মোদি সরকার সংস্থাটিকে আইটি আইনের ধারা ৬৯ ক-এর অধীনে ভারতে ২ হাজার ৩৫৫টি অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দিয়েছিল। যার মধ্যে ছিল আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সও। বিবৃতিতে আরও জানানো হয়েছে, ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে এক ঘণ্টার মধ্যে পদক্ষেপ করার দাবি জানানো হয়েছিল। কোনও যুক্তি না দেখিয়ে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাকাউন্টগুলি বন্ধের নির্দেশ দিয়েছিল মোদি সরকার। একইসঙ্গে এক্স জানায়, “ভারতে এধরনের সেন্সরশিপ নিয়ে আমরা উদ্বিগ্ন। এর মোকাবিলা করতে আমরা আইনি সাহায্য নেব।” এমনকী যে সমস্ত অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে, তাদের ইউজারদেরও আদালতের দ্বারস্থ হওয়ার আহ্বান জানায় সংস্থাটি।
উল্লেখ্য, রবিবার আচমকাই দেশজুড়ে বন্ধ হয়ে যায় ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্সের এক্স হ্যান্ডেল। তখনও কেন্দ্রের মুখপাত্র স্পষ্ট জানিয়ে দেন, “রয়টার্সের এক্স হ্যান্ডেল বন্ধ করতে ভারত সরকার কোনও নির্দেশ দেয়নি। তবে আমরা এক্স কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ রাখছি।” প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের সময়ে একগুচ্ছ এক্স অ্যাকাউন্ট বন্ধ করার জন্য এক্স কর্তৃপক্ষকে অনুরোধ করেছিল কেন্দ্র। সেসময়ে শয়ে শয়ে অ্যাকাউন্ট বন্ধ হলেও রয়টার্সের অ্যাকাউন্ট সক্রিয় ছিল। কিন্তু রবিবার ভারতে হঠাৎ রয়টার্সের এক্স হ্যান্ডেল বন্ধ হয়ে যায়। তারপরই শোরগোল পড়ে যায়। এই পরিস্থিতিতে ফের একবার ভারত সরকার তাদের অবস্থান স্পষ্ট করল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.