Advertisement
Advertisement
Sindhu water

সিন্ধুতে জব্দ পাকিস্তান, তিন রাজ্যে জল পাঠাতে ১১৩ কিমি খাল বানাবে কেন্দ্র

প্রকল্পের লক্ষ্য সিন্ধুর জলকে বেশি করে ব্যবহার ও পাকিস্তানে অতিরিক্ত জলপ্রবাহ রোধ করা।

India distribute Sindhu water to 3 state via canal
Published by: Amit Kumar Das
  • Posted:June 18, 2025 12:42 pm
  • Updated:June 18, 2025 12:42 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরের পহেলগাঁও হামলার পরেই ভারত সরকার সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে। আর তার পর থেকেই কেন্দ্রীয় সরকার পরিকল্পনা করে চলেছে কেমন করে সিন্ধু নদের জলকে দেশের কাজে আরও বেশি করে লাগানো যায়। এই নিয়ে ইতিমধ্যেই দিল্লিকে একাধিক পদক্ষেপও গ্রহণ করতে দেখা গিয়েছে। এই আবহে আরও এক পরিকল্পনার কথা সামনে এসেছে।

Advertisement

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এবার পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানে সিন্ধু নদের জলকে ব্যাপকভাবে ব্যবহার করতে চাইছে ভারত সরকার। এজন্য ১১৩ কিলোমিটার দীর্ঘ একটি খাল তৈরি করার পরিকল্পনা চলছে। এ নিয়ে সমীক্ষার কাজ শুরু হয়েছে। এই খালটি চেনাব নদীকে সিন্ধুর অন্যান্য উপনদীর সঙ্গে যুক্ত করবে।

প্রসঙ্গত, বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, এই প্রস্তাবিত খাল জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থান জুড়ে বিস্তৃত অন্যান্য ১৩টি খালের সঙ্গে যুক্ত হবে। মনোহর পারিক্কর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিস-এর একজন সিনিয়র ফেলো উত্তম সিনহা এই বিষয়ে বলেন, জলবায়ুর পরিবর্তনশীলতা এবং পরিবর্তিত বৃষ্টিপাতের ধরন মোকাবিলায় এই খাল কার্যকর হবে।

একইসঙ্গে ওই বিশেষজ্ঞ আরও জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের এমন উদ্যোগের ফলে আঞ্চলিক যে বৈষম্য তাও দূর হবে। জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার রণবীর খালের দৈর্ঘ্য ৬০ কিলোমিটার থেকে ১২০ কিলোমিটার করার কথাও ভাবনাচিন্তা করছে। এই প্রকল্পের লক্ষ্য হল সিন্ধুর জলকে বেশি করে কাজে লাগানো এবং পাকিস্তানে অতিরিক্ত জলপ্রবাহ রোধ করা।

শনিবারই রাজস্থানে বিজেপির একটি প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই তিনি এই পরিকল্পনার ইঙ্গিত দেন। তিনি বলেন, আগামী তিন বছরের মধ্যে এই খালের মাধ্যমে রাজস্থানের শ্রীগঙ্গানগরে সিন্ধুর জল নিয়ে যাওয়া হবে। তিনি আরও জানান, পাকিস্তান সিন্ধুর প্রতিটি বিন্দু জলের জন্য আকুলভাবে প্রার্থনা করবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ