Advertisement
Advertisement
Tariff

ট্রাম্পের উপর প্রত্যাঘাত! মার্কিন পণ্যে বাড়তি শুল্ক চাপানোর ভাবনা দিল্লির

দেশীয় শিল্পের স্বার্থ রক্ষা করতে এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে।

India Informs WTO Of Tariff Plan To Counter US Duties On Steel

ফাইল ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:May 14, 2025 12:34 pm
  • Updated:May 14, 2025 12:34 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিভিন্ন দেশ থেকে আমেরিকায় রপ্তানি হওয়া পণ্যে চড়া শুল্ক আরোপের কথা ঘোষণা করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এবার স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্যের উপর আরোপিত শুল্কের জবাবে আমেরিকার তৈরি কিছু পণ্যের উপর আমদানি শুল্ক আরোপের কথা ভাবছে ভারত। বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-তে নয়াদিল্লির জমা দেওয়া একটি রিপোর্টের ভিত্তিতে এমন তথ্য উঠে এসেছে।

Advertisement

১২ মের সেই রিপোর্টে বলা হয়েছে, “যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত নির্দিষ্ট কিছু পণ্যের উপর শুল্ক বৃদ্ধির মাধ্যমে ছাড় বা অন্যান্য বাধ্যবাধকতা স্থগিত করার প্রস্তাব করা হয়েছে।” তবে কোন কোন পণ্যের উপর এই পাল্টা শুল্ক আরোপ করা হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। নয়াদিল্লি সূত্রে খবর, শুল্ক বৃদ্ধির এই পদক্ষেপ মূলত দেশীয় শিল্পকে রক্ষা করা এবং বাণিজ্য ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যেই নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ভারত-সহ একাধিক দেশের উপর অতিরিক্ত স্টিল ও অ্যালুমিনিয়াম শুল্ক আরোপ করেছিল, যার ফলে মার্কিন বাজারে ভারতীয় স্টিল পণ্যের প্রতিযোগিতা ক্ষমতা হ্রাস পায়। ভারতীয় রপ্তানিকারকরা এই পদক্ষেপের জেরে উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির সম্মুখীন হন।

এই পরিস্থিতির মোকাবিলায় ভারত সরকার কিছু নির্দিষ্ট মার্কিন পণ্যের উপর শুল্ক বাড়ানোর পরিকল্পনা করেছে। প্রস্তুত করা তালিকায় বাদাম, আপেল-সহ বিভিন্ন কৃষিপণ্য রয়েছে, যেগুলির উপর অতিরিক্ত কর আরোপ করা হবে। আন্তর্জাতিক বাণিজ্য নিয়ম মেনে এই তালিকাটি ডব্লিউটিও-র কাছে পেশ করা হয়েছে, যাতে অন্যান্য সদস্য দেশও এটি পর্যালোচনা করতে পারে ও তাদের মতামত জানাতে পারে। কেন্দ্রের যুক্তি, এই সিদ্ধান্ত দেশীয় শিল্পের স্বার্থ রক্ষা করবে এবং যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির প্রতিক্রিয়া হিসাবে ভারসাম্য রক্ষা করবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ