সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফ্রিকা থেকে আরও চিতা আনার চিন্তাভাবনা শুরু করে দিয়েছে কেন্দ্র। জানা যাচ্ছে, এবছর ডিসেম্বরের মধ্যেই ৮ থেকে ১০ চিতা ভারতে আসতে চলেছে। বিষয়টি নিয়ে আফ্রিকার তিন দেশের সঙ্গে কথাবার্তাও চলছে বলে খবর। এই তিন দেশ হল – কেনিয়া, বতসোয়ানা এবং নামিবিয়া।
কিন্তু এবার এই চিতাগুলিকে কোথায় ছাড়া হবে? শোনা যাচ্ছে, বতসোয়ানা এবং নামিবিয়া থেকে যদি চিতাগুলি আসে, তাহলে সেগুলিকে গান্ধীনগর এবং কুনোতে পাঠানোর ব্যবস্থা করা হবে। অন্যদিকে, কেনিয়া থেকে যে চিতাগুলি আসবে সেগুলিকে পাঠানো হবে বান্নিতে। আফ্রিকা থেকে চিতাগুলি এসে যাতে ভারতের জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে, তার জন্য গান্ধীনগর এবং কুনোর অভয়ারণ্যে বিশেষ পরিকাঠামো তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ভারতের জঙ্গলে পুনরায় চিতা ফিরিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই প্রকল্প অনুযায়ী, ২০২২-২৩-এর মধ্যে আফ্রিকার নামিবিয়া-সহ নানা দেশ থেকে মোট ২০টি চিতাকে ভারতে আনা হয়েছিল। ধুমধাম করে সেই চিতাদের কুনো জাতীয় উদ্যানে ছাড়েন প্রধানমন্ত্রী। এদেশের মাটিতে ১২টি চিতাশাবকেরও জন্ম হয়। কিন্তু বিভিন্ন কারণে বেশ কয়েকটি চিতার মৃত্যু হয়েছে। গোটা ঘটনায় অস্বস্তিতে পড়ে বন দপ্তর। এই অবস্থায় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে বন দপ্তর এবং চিতা স্টিয়ারিং কমিটি। বিতর্ক দানা বাঁধে চিতার গলায় থাকা রেডিও কলার নিয়েও। এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্টও। তবে সরকার তাতে দমছে না। আরও ৮ থেকে ১০টি চিতা আনার জন্য শুরু করে দিয়েছে কথাবার্তা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.