Advertisement
Advertisement
India US trade deal

এখনও বিশ বাঁও জলে বাণিজ্যচুক্তি! ফের আমেরিকায় গিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনায় দিল্লির দূতেরা

বাণিজ্যচুক্তি সই করতে ভারত এবং আমেরিকা দুপক্ষই আগ্রহী।

India negotiators to visit US on breaking deadlock over trade deal

ফাইল ছবি

Published by: Anwesha Adhikary
  • Posted:July 11, 2025 1:23 pm
  • Updated:July 11, 2025 2:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়ে এখনও জট কাটেনি। তাই চুক্তির শর্ত নিয়ে আলোচনা করতে আবার আমেরিকায় পাড়ি দিচ্ছেন ভারতীয় আধিকারিকরা। সম্ভবত আগামী সপ্তাহেই আমেরিকায় পৌঁছবে ভারতের প্রতিনিধি দল। উল্লেখ্য, গত সপ্তাহেই চুক্তি সই হয়ে যাবে বলে শোনা গিয়েছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের শুল্কছাড়ের মেয়াদ শেষ হয়ে গেলেও ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি হয়নি। 

Advertisement

গত কয়েকদিন ধরেই শোনা গিয়েছে, বাণিজ্যচুক্তি হবে ভারত-আমেরিকার। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও বলেছিলেন, “ভারতের সঙ্গে চুক্তিও হয়ে গিয়েছে, মানে প্রায় চূড়ান্ত।” কিন্তু শুল্কছাড়ের মেয়াদ পেরিয়ে গেলেও ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি হয়নি। ফলে সংশয় বাড়ছে, শেষ পর্যন্ত একমত হয়ে দুপক্ষ চুক্তি করতে পারবে তো? শোনা গিয়েছে চুক্তির বেশ কয়েকটি বিষয় নিয়ে উভয় পক্ষেরই আপত্তি রয়েছে এবং তারা নিজেদের অবস্থান থেকে সরতে অনড়। যদিও আলোচনার মাধ্যমে সেগুলি দ্রুত কাটিয়ে ওঠার চেষ্টা করছে দুই দেশই।

ইতিমধ্যেই ২২টি দেশের উপর শুল্ক চাপানোর ঘোষণা করে দিয়েছেন ট্রাম্প। তবে শুল্কছাড়ের মেয়াদ ফুরনোর বিষয়টিকে খুব বেশি জটিল করে দেখতে চাইছে না ভারত। কয়েকদিন আগে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছিলেন, “ভারতের স্বার্থই সবচেয়ে জরুরি, কোনও ডেডলাইন নয়। একেবারে উইন-উইন চুক্তি হতে হবে। এবং ভারতের স্বার্থ সুরক্ষিত থাকাই একমাত্র শর্ত।” তাই তাড়াহুড়ো করে কোনও চুক্তির পথে হাঁটতে চায় না নয়াদিল্লি।

তবে বাণিজ্যচুক্তি সই করতে ভারত এবং আমেরিকা দুপক্ষই আগ্রহী। সেকারণেই ফের মার্কিন মুলুকে পাড়ি দিচ্ছেন ভারতীয় আধিকারিকরা। এর আগে চুক্তি নিয়ে আলোচনা করতে আমেরিকায় গিয়েছিল বাণিজ্য দপ্তরের বিশেষ সচিব রাজেশ আগারওয়ালের নেতৃত্বাধীন দল। তবে এবার কারা আমেরিকা যাবেন তা এখনও জানা যায়নি। তবে আমেরিকার সঙ্গে একেবারে পাকাপাকি চুক্তি চূড়ান্ত করে আসুক এই দল, এমনটাই চাইছে ভারত। মন্ত্রক সূত্রে খবর, আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি না হলেও খুব একটা ক্ষতি হবে না ভারতের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement