সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার মাটি থেকে সরাসরি ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি! পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের এহেন আচরণে ক্ষিপ্ত ভারত। সরকারিভাবে নয়াদিল্লির তরফ থেকে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে ভারতের কূটনৈতিক মহলের মতে, মুনিরের এমন মন্তব্য অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন। আসলে আমেরিকা সমর্থন করলেই পাক সেনার আসল চেহারাটা বেরিয়ে পড়ে।
রবিবার ফ্লোরিডার ট্যাম্পায় শিল্পপতি আদনান আসাদের নৈশভোজে গিয়ে পাক সেনাপ্রধান বলেন, ‘‘আমরা পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে আমরা ধ্বংস হব।’’ ভারতের নাম না করলেও এই হুঁশিয়ারি ভারতকেই দিয়েছেন মুনির, এমনটাই মত বিশ্লেষকদের। পহেলগাঁও হামলার পর থেকেই একাধিকবার পরমাণু যুদ্ধের হুঙ্কার দিয়েছেন পাকিস্তানের একাধিক নেতা। তবে এই প্রথম আমেরিকার মাটি থেকে তৃতীয় কোনও দেশের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি দেওয়া হল।
মুনিরের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই অসন্তুষ্ট নয়াদিল্লি। সূত্রের খবর, নয়াদিল্লির মতে পড়শি দেশের এমন বার্তা কেবল ভারত নয়, গোটা বিশ্বের নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলে দেবে। পাকিস্তানের হাতে পরমাণু অস্ত্র থাকা নিয়েও উদ্বেগ বাড়বে এই মন্তব্যের ফলে। নামপ্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিকের মতে, গোটা পৃথিবীর দেখা উচিৎ পাকিস্তান কীভাবে সারা দুনিয়ার শান্তি বিঘ্নিত করতে চাইছে।
ওই আধিকারিক আরও বলেন, পাক সেনাপ্রধানের এই মন্তব্য আসলে একটা ধারাবাহিকতার অংশ। যখনই আমেরিকা সমর্থন করেছে, পাক সেনার আসল চেহারাটা বেরিয়ে পড়েছে। এমন পরিস্থিতি দেখেই বোঝা যায় পাকিস্তানে গণতন্ত্র নেই। সেনার হাতেই দেশ চলছে। এমন নেতৃত্বের হাতে যদি পাকিস্তানের পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ চলে যায় তাহলে সেটা অত্যন্ত বিপজ্জনক। তবে সরকারিভাবে মুনিরের মন্তব্য নিয়ে ভারত এখনও মুখ খোলেনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.