সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরে ভারত-পাকিস্তান সংঘাত চলাকালীন গোলাবর্ষণে প্রাণ গেল উরির এক মহিলার। এমনটাই দাবি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের। পাশাপাশি আরেক মহিলা আহত হয়েছেন বলেও জানা যাচ্ছে।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, বৃহস্পতিবার উত্তর কাশ্মীরের বারামুলার উরিতে একটি গাড়ির উপরে গোলা এসে আছড়ে পড়ে। রাজারওয়ানি থেকে বারামুলা যাচ্ছিল গাড়িটি। সেই সময়ই মহুরার কাছে ওই ঘটনা ঘটে। রাজারওয়ানির বাসিন্দা বসির খানের স্ত্রী নার্গিস বেগমের মৃত্যু হয়। হাফিজা নামের আরেক মহিলা জখম হন। তাঁকে দ্রুত জিএমসি বারামুলায় ভর্তি করা হয়। তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এদিকে জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী গ্রামগুলির ভগ্নদশার নানা ছবিও ভাইরাল। গোলাবর্ষণে বহু ঘরবাড়ি ধূলিসাৎ।
| Burnt and damaged civilian houses and shops in a border village of Jammu & Kashmir after Pakistan resorted to heavy shelling last night
(Visuals deferred by unspecified time)
— ANI (@ANI)
গত কয়েকদিন ধরেই উত্তর কাশ্মীরের উরিতে লাগাতার গোলাবর্ষণ করছে পাকিস্তান। পাকিস্তানের নির্লজ্জ আক্রমণে জোরাল প্রত্যাঘাত ভারতের। শুক্রবার রাত বাড়তেই জল, স্থল ও আকাশপথে একযোগে ভারতীয় সেনার আক্রমণে পাকিস্তানি প্রতিরোধ খান খান। করাচি বন্দরে বড়সড় হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানের রাজধানী ইসলামবাদেও বড়সড় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। অন্তত ১৬টি পাক শহরে একযোগে চলে ভারতের অ্যাকশন। অন্যদিকে কোয়েটায় হামলা বালোচ আর্মির। সব মিলিয়ে ভয়ংকর চাপে ইসলামাবাদ। দিল্লিতেও চলছে তোড়জোড়।
এহেন পরিস্থিতিতে জম্মু ও শ্রীনগরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সকাল থেকে চলছে নাকা চেকিং। শুনশান রাস্তাঘাট। তবে সকাল থেকে শোনা যায়নি সাইরেনের শব্দ। নিয়ন্ত্রণরেখায় পাক আক্রমণ রুখে দিয়েছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। ধ্বংস অন্তত ৫০টি পাক ড্রোন। দাবি সেনা সূত্রের। পাশাপাশি মধ্যরাতে ভারতের পশ্চিম প্রান্তের একাধিক শহরেও ড্রোন হামলার চেষ্টা করেছে পাকিস্তান। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সেই হামলার চেষ্টা ব্যর্থ করেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.