ফাইল ছবি
ফোনে মিনতি করার পর পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে ভারত। দু’পক্ষের মধ্যে মধ্যস্থতা করেছে আমেরিকা। এমনটাই দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বিকাল ৫টা থেকে শুরু হয়েছে অস্ত্রবিরতি। আগামী ১২ তারিখ ফের বৈঠক। তবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই থামাবে না দিল্লি। তবে কয়েকঘণ্টার মধ্যে ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করে সীমান্তে হামলা চালিয়েছে পাক সেনা। ভারত-পাক পরিস্থিতির প্রতি মুহূর্তের আপডেট:
রাত ১১.৫৪: দেশবাসীর উদ্দেশে দীর্ঘ ভাষণ পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের। সংঘর্ষবিরতিকে নিজের দেশের ‘ঐতিহাসিক জয়’ বললেন তিনি। তবে ফের সংঘর্ষবিরতি প্রসঙ্গে ভারতের কড়া প্রতিক্রিয়ার জবাবে কোনও মন্তব্য করেননি শরিফ।
রাত ১১.৪০: জম্মুর নাগরোটা সীমান্তে সন্দেহজনক গতিবিধি নজরে এল ভারতীয় সেনার। সেনাছাউনির আশপাশে হামলার চেষ্টা, গুলিযুদ্ধ। জখম এক সেন্ট্রি। সোশাল মিডিয়া পোস্ট করে জানাল ভারতীয় সেনার হোয়াইট নাইট কর্প।
Indian Army’s White Knight Corps tweets, “On noticing suspicious movement near the perimeter, alert sentry at Nagrota Military Station issued a challenge, leading to a brief exchange of fire with the suspect. Sentry sustained a minor injury. Search operations are underway to…
— ANI (@ANI)
রাত ১০.৫৭: জরুরি বৈঠকে সাংবাদিক বৈঠকে বিদেশসচিব বিক্রম মিসরি। তাঁর কথায়, ”ডিজিএমও স্তরে হওয়া সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে কয়েকঘণ্টার মধ্যেই ভারতে হামলা চালিয়েছে পাকিস্তান। এটা বিশ্বাসভঙ্গ ও চুক্তিভঙ্গ। সেনা পরিস্থিতির দিকে সর্বদা নজর রাখছে। এর জবাব দিতে হবে।” তাঁর আরও বার্তা, পরিস্থিতি বুঝে পাকিস্তান দায়িত্বশীল আচরণ করুক।
| Delhi: Foreign Secretary Vikram Misri says, “An understanding was reached this evening between the DGMOs of India and Pakistan to stop the military action that was going on for the last few days. For the last few hours, this understanding is being violated by Pakistan.…
— ANI (@ANI)
রাত ১০.৫২: ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে কথা বললেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। পহেলগাঁও হামলার নিন্দার পাশাপাশি দু’দেশের মধ্যে উত্তেজনা প্রশমন ও শান্তি ফেরানোর বিষয়ে শুভেচ্ছা জানালেন।
রাত ১০.৪৫: তুরস্কের পর সরাসরি পাকিস্তানের পাশে দাঁড়াল চিন। পাক বিদেশমন্ত্রী ইশাক দারের সঙ্গে ফোনে কথা বললেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। জানালেন, সবরকমভাবে ইসলামাবাদের পাশে রয়েছে বেজিং।
রাত ১০.৩০: পাক ড্রোন হামলার পর জরুরি বৈঠকে কেন্দ্র।সূত্রের খবর, সব রাজ্যের মুখ্যসচিবদের নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইবি প্রধানের বৈঠক। পরিস্থিতি মোকাবিলায় চূড়ান্ত প্রস্তুত থাকার নির্দেশ।
রাত ১০.০৯: সীমান্তে পাক ড্রোন হামলা রুখতে গিয়ে শহিদ বিএসএফের সাব-ইন্সপেক্টর মহম্মদ ইমতিয়াজ। জম্মু সীমান্তের আরএস পুরা সেক্টরে লড়াইয়ে নেতৃত্ব দিতে গিয়ে প্রাণ হারান তিনি। সোশাল মিডিয়ায় পোস্ট করে দুঃসংবাদ জানাল বিএসএফ, জম্মু।
We salute the supreme sacrifice made by BSF Sub Inspector Md Imteyaz in service of the nation on 10 May 2025 during cross border firing along the International Boundary in R S Pura area, District Jammu.
While leading a BSF border out post, he gallantly led from the…
— BSF JAMMU (@bsf_jammu)
রাত ৯.৫৫: কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানার মতো সীমান্তবর্তী রাজ্যের পাশাপাশি গুজরাটের আকাশেও দেখা গেল পাক ড্রোন। কচ্ছ উপকূল-সহ একাধিক এলাকা ব্ল্যাকআউট।
Gujarat Home Minister Harsh Sanghavi tweets, “Several drones have been spotted in the Kutch district. A complete blackout will be implemented now. Please stay safe, don’t panic.”
— ANI (@ANI)
রাত ৮.৪৫: শ্রীনগরের একাধিক জায়গায় বিস্ফোরণের শব্দ।এভাবে সংঘর্ষবিরতি লঙ্ঘন কেন? প্রশ্ন আতঙ্কিত মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও।
| Loud explosions are being heard in Srinagar, Jammu and Kashmir.
(Visuals deferred by unspecified time)
— ANI (@ANI)
রাত ৮.২৫: সংঘর্ষবিরতির কয়েকঘণ্টার মধ্যেই ফের সীমান্তে উসকানি পাকিস্তানের! সূত্রের খবর, নিয়ন্ত্রণরেখা লক্ষ্য করে ফের গুলি চালিয়েছে পাক সেনা।ড্রোন হামলা, জম্মুতে গুলিবর্ষণ। ব্ল্যাকআউট গোটা জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থানের একাধিক এলাকা। পালটা জবাব দিচ্ছে ভারতীয় সেনাও।
| J&K | Red streaks seen and explosions can be heard as India’s air defence intercepts Pakistani drones amid blackout in Udhampur
(Visuals deferred by an unspecified time)
— ANI (@ANI)
রাত ৮.১৩: দু’দেশের সংঘর্ষবিরতিতে মধ্যস্থতা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানালেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
সন্ধে ৭টা ৫৫: ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি সম্পর্কে কংগ্রেস সাংসদ শশী থারুর বললেন, “আমাদের কাছে শান্তিই শেষ কথা। আমি খুবই খুশি। ভারত কখনও দীর্ঘমেয়াদী যুদ্ধ চায়নি। ভারত সন্ত্রাসীদের শিক্ষা দেওয়ার জন্য যুদ্ধ চেয়েছিল। সেই শিক্ষা দেওয়া হয়ে গিয়েছে।”
| Delhi: On India-Pakistan ceasefire agreement, Congress MP Shashi Tharoor says, ” Peace is essential…I am very glad. India never wanted a long-term war. India wanted war to teach terrorists a lesson, and that lesson has been taught…”
— ANI (@ANI)
সন্ধে ৭টা ৪০: পাকিস্তান যোগাযোগ করার পর ভারত সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে। দু’পক্ষই সমঝোতায় পৌঁছেছে। আগে কিংবা পরে কোনও শর্ত আরোপ করা হয়নি। কিন্তু আগে পাকিস্তানের বিরুদ্ধে যা যা পদক্ষেপ করা হয়েছে তা বহাল থাকবে। পূর্ব ঘোষণা মতোই সিন্ধু জলচুক্তি বাতিলই থাকবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের যা অবস্থান তার কোনও বদল হবে না। বিদেশমন্ত্রকের একটি সূত্রে এমনটাই জানা গিয়েছে।
সন্ধে ৭টা ২০: সংঘর্ষবিরতি ঘোষণা হওয়ার পর সাংবাদিক সম্মেলন করে ভারতীয় সামরিক বাহিনী। সেখানে কর্নেল সোফিয়া কুরেশি পাকিস্তানের একাধিক অপপ্রচারের বিরুদ্ধে তোপ দাগেন। একই সঙ্গে জানিয়ে দেন, দেশ রক্ষায় সবসময় প্রস্তুত সেনা। পাকিস্তান ফের হামলা চালালে যোগ্য জবাব দেওয়া হবে। পাকিস্তান দাবি করছে, ভারতীয় সেনা সেখানকার মসজিদে হামলা চালিয়েছে। কিন্তু এই দাবি সম্পূর্ণ মিথ্যা। ভারত ধর্মনিরপেক্ষ দেশ। এখানকার সর্ব ধর্ম সমন্বয়ই তার প্রমাণ।
| Delhi: Colonel Sofiya Qureshi says, “Pakistan claimed that it damaged our S400 and Brahmos missile base with its JF 17, which is completely wrong. Secondly, it also ran a misinformation campaign that our airfields in Sirsa, Jammu, Pathankot, Bhatinda, Nalia and Bhuj were…
— ANI (@ANI)
সন্ধে ৭টা: বিদেশমন্ত্রী এস জয়শংকর সোশাল মিডিয়ায় বার্তা দিয়ে জানিয়েছেন, আপাতত সংঘর্ষবিরতি হলেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই থামবে না।
India will continue to maintain firm, uncompromising stance against terrorism: Jaishankar
Read Story |
— ANI Digital (@ani_digital)
বিকেল ৫.৫৮: দুপুর ৩টে ৩৫ নাগাদ সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা হয়েছে। ভারতীয় সময় বিকাল ৫টা থেকে দু’দেশের মধ্যে অস্ত্রবিরতি শুরু হয়েছে। আগামী ১২ মে ফের সামরিক প্রধানরা শীর্ষ বৈঠক করবেন। সাংবাদিকদের জানালেন বিদেশসচিব বিক্রম মিসরি। ওইদিনই পরবর্তী পদক্ষেপ জানা যাবে।
“Pakistan’s DGMO called Indian DGMO at 15:35 hours earlier this afternoon. It was agreed between them that both sides would stop all firing and military action on land, in the air & sea with effect from 1700 hours IST. Instructions have been given on both sides to give effect to…
— ANI (@ANI)
বিকেল ৫.৫২: পাকিস্তান ও ভারত কার্যকরভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তান সর্বদা তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে আপস না করে এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য প্রচেষ্টা চালিয়েছে। সংঘর্ষবিরতি মেনে নিয়ে জানালেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশহাক দার।
Pakistan and India have agreed to a ceasefire with immediate effect. Pakistan has always strived for peace and security in the region, without compromising on its sovereignty and territorial integrity!
— Ishaq Dar (@MIshaqDar50)
বিকেল ৫.৪৮: আমেরিকার মধ্যস্থতায় সম্পূর্ণ সংঘর্ষবিরতিতে রাজি ভারত ও পাকিস্তান। বড়সড় দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর একটি সোশাল মিডিয়া পোস্টে এমনটাই দাবি করা হয়েছে। ট্রাম্পের দাবি, “গোটা রাত দীর্ঘ আলোচনার পর দুই দেশই এই মুহূর্ত থেকে সম্পূর্ণরূপে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। সঠিক সময়ে বাস্তবজ্ঞান কাজে লাগানোয় দুপক্ষকে শুভেচ্ছা।” ‘যুদ্ধ’ থামায় দুই দেশকেই শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
US President Donald Trump says, “After a long night of talks mediated by the United States, I am pleased to announce that India and Pakistan have agreed to a full and immediate ceasefire…”
— ANI (@ANI)
বিকেল ৫.২০: পাকিস্তানের সঙ্গে যুদ্ধ আবহে আরও আঁটসাঁটও করা হচ্ছে গুজরাটের সমুদ্র উপকূলবর্তী এলাকার নিরাপত্তা। সুরাট রেঞ্জের আইজি প্রেম বীর সিং জানিয়েছেন, “সমুদ্র উপকূলবর্তী এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কঠোর ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। স্পর্শকাতর জায়গাগুলোত টহল দিচ্ছে। যেকোনও চ্যালেঞ্জের জন্য আমরা প্রস্তুত।”
| Valsad, Gujarat | IG Surat Range, Prem Vir Singh, says, “Strong arrangements have been made throughout South Gujarat to secure the seafront. The Police are patrolling sensitive areas. We are entirely ready to tackle any challenge.”
— ANI (@ANI)
বিকেল ৪.৪৩: দেশের ৩২ বিমানবন্দর বন্ধ থাকবে ১৫ মে সকালে সাড়ে পাঁচটা পর্যন্ত।
বিকেল ৪.০০: ভবিষ্যতে ভারতের মাটিতে যে কোনও ধরনের জঙ্গিহানাতে দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য করা হবে। সঙ্গে সঙ্গে প্রত্যাঘাত করা হবে। সিদ্ধান্ত কেন্দ্রের। সরকারের শীর্ষ সূত্রকে উদ্ধৃত করে জানাল এএনআই।
India has decided that any future act of terror will be considered an Act of War against India and will be responded accordingly: Top GoI sources
— ANI (@ANI)
দুপুর ৩.৫০: কাশ্মীরের নৌসেরা সেক্টর থেকে তুরস্কের কামিকাজে ড্রোন উদ্ধার।
দুপুর ২.২৪: সেনার শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করলেন খোদ প্রধানমন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আলাদা করে কথা বললেন সেনা সর্বাধিনায়কের সঙ্গে। এদিন দুপুরে প্রথমে চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান দেখা করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে। সীমান্তের পরিস্থিতি নিয়ে বিস্তারিত প্রতিরক্ষামন্ত্রীকে জানান তিনি। এরপর সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শীর্ষ নিরাপত্তা আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন তিন সেনার প্রধান, সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অন্যান্য শীর্ষ আধিকারিকরা।
দুপুর ২.০০: অপারেশন সিঁদুরে ভাইয়ের সঙ্গে নিকেশ মাসুদ আজহারের দুই শ্য়ালকও, জানাল কেন্দ্র
দুপুর ১.৪০: পাঠানকোটে রেড অ্যালার্ট জারি।
দুপুর ১.৩০: পাঞ্জাবে কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ। তবে পড়ুয়াদের হোস্ট
দুপুর ১.২০: অমৃতসরে ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি।
দুপুর ১.০৯: উত্তরাখণ্ডের চারধাম যাত্রার হেলিকপ্টার সার্ভিস বন্ধ করল উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন ডেভলপমেন্ট অথোরিটি।
Uttarakhand Civil Aviation Development Authority (UCADA) has suspended Char Dham Yatra helicopter service with immediate effect in Uttarakhand. Helicopter Service is only available to evacuate pilgrims from Char Dham Yatra locations: UCADA
— ANI (@ANI)
বেলা ১২.২৫: বিদেশ সচিব মার্কো রুবিও ফোন করলেন বিদেশমন্ত্রী এস জয়শংকরকে। তিনি সাফ জানান, ভারতের দৃষ্টিভঙ্গি সর্বদাই দায়িত্বশীল ছিল, এখনও আছে।
সকাল ১১.৪০: চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান দেখা করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে। বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা।
সকাল ১১.৩০: সিরসা-সহ একাধিক জায়গায় সেনাঘাঁটি ধ্বংস এবং এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম গুঁড়িয়ে দেওয়ার দাবি করছে পাকিস্তান। কিন্তু এই দাবি যে সম্পূর্ণ মিথ্যা তা কয়েকটি ভিডিও দেখিয়ে এদিনের সাংবাদিক সম্মেলনে প্রমাণ করা হয়। দেখানো হয় ঘাঁটিগুলো সম্পূর্ণ অক্ষত রয়েছে। এনিয়ে বিক্রম মিসরি বলেন, “গোটা পরিস্থিতি নিয়ে প্রোপাগান্ডা করছে পাকিস্তান। ওরা দাবি করছে ভারতের বেশ কয়েকটি বায়ুসেনা ঘাঁটি উড়িয়ে দেওয়ার। ভারতের বিদ্যুৎ পরিকাঠামোয় সাইবার হামলা চালানোর। এই দাবিগুলো সম্পূর্ণ ভুয়ো। আফগানিস্তানে ভারতের মিসাইল পড়েছে বলে যে খবর ছড়াচ্ছে। এই তথ্যও মিথ্যা। কোন দেশ আফগানিস্তানে বার বার হামলা চালিয়ে এসেছে, তা আশা করি সেখানকার মানুষকে মনে করিয়ে দিতে হবে না।’’
সকাল ১১.২০: এদিন সাংবাদিক সম্মেলনে উইং কমান্ডার ব্যোমিকা সিং জানান, আরও অশান্তির ছক কষছে পাকিস্তান। নিয়ন্ত্রণরেখার দিকে এগোচ্ছে পাক সেনা। তাদের জবাব দিতে তৈরি হয়েছে ভারতীয় বাহিনীও।
| Delhi | | Wing Commander Vyomika Singh says, “…Pakistan Army has been observed to be moving its troops towards forward areas, indicating an offensive intent to further escalation. Indian armed forces remain in a high state of operational readiness,…
— ANI (@ANI)
সকাল ১১.১০: বিদেশ সচিব বিক্রম মিসরি জানিয়ে দিলেন, পাকিস্তান ভারতে বিভাজন ঘটানোর চেষ্টা করছে। পাশাপাশি আফগানিস্তানের সঙ্গে ভারতের ঐক্যে ফাটল ধরাতেও ভুয়ো খবর ছড়াচ্ছে পাকিস্তান।
সকাল ১১.০০: সাংবাদিক সম্মেলনে কর্নেল সুফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিংয় জানান, গতকাল, শুক্রবার রাতেও সীমান্তে লাগাতার উসকানি দিয়েছে পাকিস্তান। আকাশপথে অস্ত্রবাহী ড্রোন, ক্ষেপণাস্ত্র, এমনকি, যুদ্ধবিমানে নিয়ে ২৬ এলাকায় হামলা চালানো হয়েছে। শুধুমাত্র সেনাছাউনি বা বিমানঘাঁটি নয়, নিশানা করা হয়েছে স্কুল, হাসপাতালের মতো অসামরিক নির্মাণকেও। রাত ১টা ৪০ মিনিট নাগাদ হাই স্পিড মিসাইল নিয়ে হামলা করা হয়েছে উধমপুর, পাঠানকোট, ভূজ এবং ভাটিন্ডা এয়ারবেসে। সেখানে কিছু সেনাকর্মী ও যন্ত্রাংশের ক্ষয়ক্ষতি হয়।
সকাল ১০.৫০: প্রতিরক্ষা মন্ত্রকের সাংবাদিক সম্মেলন শুরু। পাক হাইস্পিড মিসাইলের নিশানায় পাঞ্জাবের বিমানঘাঁটি
সকাল ১০.১৩: পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্ব শনিবার সে দেশের ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক হতে চলেছে। এই অথরিটির হাতেই থাকে পরমাণু অস্ত্র এবং দূরপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার সংক্রান্ত সিদ্ধান্তগ্রহণের দায়িত্ব।
সকাল ১০.০৬: পাকিস্তানে মার্কিন আধিকারিকদের গতিবিধি নিয়ন্ত্রণ করল আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রক। দুপুরের পরিস্থিতির মূল্যায়ণ।
সকাল ৯.৩০: রাজস্থানের পোখরানে পড়ে পাক ক্ষেপণাস্ত্রের ভাঙা অংশ।
| Latest visuals of a large missle fragment in Pokhran, Rajasthan following attacks by Pakistan last night.
— ANI (@ANI)
সকাল ৯.২০: জম্মুতে নিয়ন্ত্রণ রেখার ওপারে বড় অভিযান ভারতীয় সেনা। গত দু’দিন ধরে জম্মু ও তার নিকটবর্তী অঞ্চলে লাগাতার ড্রোন হামলার আঁতুড়ঘরকে নিশানা করল ভারত। গুঁড়িয়ে দেওয়া হল ড্রোনের লঞ্চপ্যাড। পাশাপাশি এই অভিযানে নিয়ন্ত্রণরেখার ওপারে যেখান থেকে গোলাগুলি চালানো হয়েছিল সেই ঘাঁটিও ধ্বংস করা হয়েছে। জানা যাচ্ছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয় ভারতীয় সেনার তরফে। লঞ্চপ্যাড ধ্বংসের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।
সকাল ৯.১০: হরিয়ানার সিরসায় অজ্ঞাত বস্তুর ধ্বংসাবশেষ উদ্ধার ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
VIDEO | India-Pakistan tensions: Debris of an unidentified object found in Sirsa, Haryana.
(Disclaimer: Visuals are from an unspecified time and location)
— Press Trust of India (@PTI_News)
সকাল ৯.০৭: পাক সেনাপ্রধান আসিফ মুনিরের সঙ্গে কথা বললেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। সামরিক উত্তেজনা কমানোর আর্জি তাঁর।
সকাল ৮.৫৫: পাক গোলায় প্রাণ গেল কাশ্মীরের উচ্চপদস্থ সরকারি আধিকারিকের। গতকাল, শুক্রবার তাঁর বাড়িতে আছড়ে পড়েছিল পাক গোলা। জখম হয়েছিল তিনি। আজ সকালে মৃত্যু হয়েছে রাজ কুমার থাপ্পার। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
Devastating news from Rajouri. We have lost a dedicated officer of the J&K Administration Services. Just yesterday he was accompanying the Deputy CM around the district & attended the online meeting I chaired. Today the residence of the officer was hit by Pak shelling as they…
— Omar Abdullah (@OmarAbdullah)
সকাল ৭. ৩০: শনিবার ভোরে হরিয়ানার সিরসায় পাকিস্তানের ফতেহ-২ মিসাইল ধ্বংস করল ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। জানা যাচ্ছে, পাকিস্তানের এই ব্যালেস্টিক মিসাইল রাজধানী দিল্লিকে টার্গেট করে ছোড়া হয়েছিল।
সকাল ৬.৪৫: পহেলগাঁও হামলার নিন্দা G-7 দেশগুলির, ভারত-পাক উত্তেজনা কমানোর আর্জি।
সকাল ৬.৩০: ভোর থেকে জম্মু ও কাশ্মীরের উধমপুর, আখনুর, রাজৌরি, পুঞ্চ, পাঠানকোট-সহ একাধিক জায়গায় শোনা গেল বিস্ফোরণের শব্দ।
সকাল ৬.০০: সকাল ১০টায় ভারত সরকারের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করা হবে।
ভোর ৫.৩০: দুপুর পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা বন্ধের নির্দেশ দিল শাহবাজ শরিফের সরকার।
ভোর ৫.০০: ইসলামাবাদে সেনার সদর দপ্তরের সামনেও ক্ষেপণাস্ত্র হামলা চলেছে বলে দাবি করা হয়েছে পাকিস্তানের তরফে।
ভোর ৪.৩০: লাগাতার ড্রোন হামলার প্রত্যাঘাত! শেষরাতে পাকিস্তানের তিন বায়ুসেনা ঘাঁটিতে জোরালো বিস্ফোরণের শব্দ। অনুমান করা হচ্ছে, ভারতের তরফে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। যার জেরে তছনছ হয়েছে পাকিস্তানের রাওয়ালপিন্ডির নুর খান বিমানঘাঁটি, পাঞ্জাব প্রদেশের শোরকোট অঞ্চলের রফিকি বিমানঘাঁটি ও পাঞ্জাবের চাকওয়ালের মুরিদ বিমানঘাঁটি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.