সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মুতে নিয়ন্ত্রণ রেখার ওপারে বড় অভিযান ভারতীয় সেনা। গত দু’দিন ধরে জম্মু ও তার নিকটবর্তী অঞ্চলে লাগাতার ড্রোন হামলার আঁতুড়ঘরকে নিশানা করল ভারত। গুঁড়িয়ে দেওয়া হল ড্রোনের লঞ্চপ্যাড। পাশাপাশি এই অভিযানে নিয়ন্ত্রণরেখার ওপারে যেখান থেকে গোলাগুলি চালানো হয়েছিল সেই ঘাঁটিও ধ্বংস করা হয়েছে। জানা যাচ্ছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয় ভারতীয় সেনার তরফে। লঞ্চপ্যাড ধ্বংসের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।
বৃহস্পতিবার রাতে কয়েকশো ড্রোন হামলা চালানোর পর, শুক্রবার রাতেও জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে গুজরাট পর্যন্ত লাগাতার ড্রোন হামলা চালায় পাকিস্তান। সেনা সূত্রে জানা যায়, দেশের ২৬টি জায়গায় ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। যার মধ্যে সবচেয়ে বেশী হামলা চলে জম্মুতে। যদিও পাকিস্তানের এই হামলাকে প্রতিহত করে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। তারপরও বহু জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই হামলার পরই ভোর রাতে পালটা পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ শানায় সেনাবাহিনী।
| Pakistani Posts and Terrorist Launch Pads from where Tube Launched Drones were also being launched, have been destroyed by the Indian Army positioned near Jammu: Defence Sources
(Source – Defence Sources)
— ANI (@ANI)
জানা যায়, নিয়ন্ত্রণ রেখার ওপারে জঙ্গিদের সঙ্গে মিলে ভারতের উপর এই হামলা চালিয়েছে পাক সেনা (India Pakistan Tensions)। সেনার সাহায্যেই ওপারে ড্রোন লঞ্চপ্যাড তৈরি করেছে জঙ্গিরা। রাত নামতেই সেখান থেকে শয়ে শয়ে ড্রোন ধেয়ে আসে ভারতের দিকে। সেখানে ভোররাতে অভিযান চালায় সেনা। লঞ্চ প্যাডের পাশাপাশি ধ্বংস করে দেওয়া হয় একাধিক পাক সামরিক ঘাঁটি। এই সমস্ত জায়গা থেকেই গত কয়েকদিনে ভারী গোলাগুলি চালিয়েছে ভারত। সেই ঘাঁটি ও লঞ্চপ্যাড ধ্বংস সেনার কাছে বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.