সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক বায়ুসেনার এক পাইলটকে আটক করা হয়েছে। সূত্রের খবর, যুদ্ধবিমান নিয়ে জয়সলমেরে ঢুকে পড়েছিল ওই পাইলট। তারপর ফাইটার জেট থেকে নামতে চেষ্টা করে সে। তখন আটক করা হয় তাকে। তবে এখনও ওই পাইলটের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার জম্মু-কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাব, গুজরাট-একাধিক রাজ্যের বহু এলাকা লক্ষ্য করে ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে পাকিস্তান। তবে এখনও পর্যন্ত পাক সেনার সমস্ত চেষ্টাই ব্যর্থ। সফলভাবে মিসাইল এবং ড্রোন আটকে দিয়েছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। একাধিক ড্রোন এবং মিসাইল গুলি করে নামানো হয়েছে। শুধু তাই নয়, পাক বায়ুসেনার এফ ১৬ জেট গুলি করে নামিয়েছে ভারত। এছাড়াও দুটি জে-১৭ বিমান নিকেশ করেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। এই বিষয়টি স্বীকারও করে নিয়েছে পাকিস্তান।
উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই রাজস্থানে পাক বায়ুসেনার যুদ্ধবিমান নিয়ে ঢুকে পড়ে এক পাইলট। সম্ভবত ভারতের প্রত্যাঘাতে ধ্বংস হয়ে যায় তার যুদ্ধবিমান। তাই বিমান থেকে নেমে পড়ার প্রক্রিয়া শুরু করে ফেলেছিল পাক পাইলট। তারপরেই তাকে আটক করেছে সেনা। এখনও পাক পাইলটের বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়নি সেনার তরফে।
এই ঘটনায় অনেকেরই মনে পড়ছে ২০১৯ সালের বালাকোট এয়ারস্ট্রাইকের পর বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের পাকিস্তানে আটকে যাওয়া প্রসঙ্গ। উইং কমান্ডার অভিনন্দন মিগ-২১ নিয়ে পাক যুদ্ধবিমানকে ধাওয়া করে সেটিকে ধ্বংস করে দেন। কিন্তু অধিকৃত কাশ্মীরে তাঁর বিমানটি ভেঙে পড়ে। অভিনন্দনকে বন্দি করে পাক সেনা। ৬ বছর পরে সেই একই ঘটনার ভুগতে হবে পাকিস্তানকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.