Advertisement
Advertisement
India Pakistan War

পাক নিশানায় ৪ এয়ারবেস, পালটা ৮ সামরিক ঘাঁটি-অস্ত্রাগার-কমান্ড সেন্টার ছারখার করল ভারত

সেনাছাউনি বা বিমানঘাঁটি নয়, নিশানা করা হয়েছে স্কুল, হাসপাতালের মতো অসামরিক নির্মাণকেও নিশানা করেছে পাকিস্তান।

India Pakistan War: Pak targets Indian Air bases, Indian army targeted 8 tactical places
Published by: Paramita Paul
  • Posted:May 10, 2025 11:52 am
  • Updated:May 10, 2025 2:16 pm   

নন্দিতা রায়, নয়াদিল্লি: পাকসেনার নিশানায় পাঞ্জাব-গুজরাটের চার বিমানঘাঁটি। শুক্রবার গভীর রাতে ড্রোন-ক্ষেপণাস্ত্রের মাধ্যমে উধমপুর, পাঠানকোট, ভূজ এবং ভাটিন্ডা এয়ারবেসে হামলা চালায় শত্রুসেনা। জবাবে পাকিস্তানের (Pakistan) একাধিক বিমানঘাঁটি, অস্ত্রাগার, কমান্ড সেন্টার ছারখার করল ভারত (India)। শনিবার সাংবাদিক সম্মেলনে জানাল ভারতীয় সেনা।

Advertisement

এদিনের সাংবাদিক সম্মেলনে কর্নেল সুফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিংয় জানান, গতকাল, শুক্রবার রাতেও সীমান্তে লাগাতার উসকানি দিয়েছে পাকিস্তান। আকাশপথে অস্ত্রবাহী ড্রোন, ক্ষেপণাস্ত্র, এমনকি, যুদ্ধবিমানে নিয়ে ২৬ এলাকায় হামলা চালানো হয়েছে। শুধুমাত্র সেনাছাউনি বা বিমানঘাঁটি নয়, নিশানা করা হয়েছে স্কুল, হাসপাতালের মতো অসামরিক নির্মাণকেও। রাত ১টা ৪০ মিনিট নাগাদ হাই স্পিড মিসাইল নিয়ে হামলা (India Pakistan War) করা হয়েছে উধমপুর, পাঠানকোট, ভূজ এবং ভাটিন্ডা এয়ারবেসে। সেখানে কিছু সেনাকর্মী ও যন্ত্রাংশের ক্ষয়ক্ষতি হয়।

 

জবাবে পাকিস্তানের একাধিক সামরিক ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় সেনা। কর্নেল সুফিয়া কুরেশি জানান, ভারতীয় বিমানঘাঁটিগুলিকে বারবার নিশানা করছিল পাকিস্তান। এরপর দ্রুত যোগ্য জবাব দেয় ভারত। পাকিস্তানের টেকনিক্যাল ইনস্টলেশন, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, রাডার এবং সেনার অস্ত্রাগারকে টার্গেট করা হয়। পাক সেনাঘাঁটি রাফিকুই, মুরিদ, চকলালা, রহিম ইয়ার খান, সুক্কুর এবং চুনিয়ানে আকাশপথে পরিমিত অস্ত্র এবং যুদ্ধবিমানে হামলা করা হয়। পাসরুরের রাডার সাইট এবং শিয়ালকোটের বিমানঘাঁটিতেও পরিমিত অস্ত্রে হামলা চালানো হয়। 

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ