সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রক্তক্ষয়ী সংঘর্ষ নেপালে। সরকারের বিরুদ্ধে পথে নেমেছে তরুণ প্রজন্ম। প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল গোটা দেশ। এহেন বিপজ্জনক পরিস্থিতিতে কাঠমান্ডু বিমানবন্দরে আটকে রয়েছেন অন্তত ৪০০ ভারতীয়। অগ্নিগর্ভ পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়ছেন তাঁরা। সূত্রের খবর, নেপালে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে বিশেষ বিমানের ব্যবস্থা করতে চলেছে কেন্দ্র।
দেশব্যাপী বিক্ষোভের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে কাঠমান্ডু বিমানবন্দর। ফলে নেপালে থাকা ভারতীয়দের ফিরে আসার পথ বন্ধ। নেপালে ঘুরতে যাওয়া একাধিক পর্যটক রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন দেশজোড়া বিক্ষোভের মধ্যে। ভারতীয় ভলিবল খেলোয়াড় উপাসনা গিল খেলতে গিয়ে আটকে পড়েছেন নেপালে। তিনি ভারতীয় দূতাবাসের কাছে কাতর আর্জি জানিয়েছেন, দ্রুত যেন উদ্ধার করা হয় আটকে থাকা ভারতীয়দের।
সূত্রের খবর, নেপালে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করার বিষয়ে ভাবনাচিন্তা করছে কেন্দ্র। নেপালের নানা এলাকায় বহু ভারতীয় আটকে রয়েছেন। তাঁদের উদ্ধার করার জন্য় নেপালি সেনার সঙ্গে যোগাযোগ করেছে কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস। নয়াদিল্লি থেকে ভারতীয় বায়ুসেনার দু’টি বিমান সম্ভবত নেপালে পাঠানো হবে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য। সম্ভবত বৃহস্পতিবারই দু’টি বিমান নেপালে যাবে।
প্রসঙ্গত, নেপালের কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক অভিযোগ ছিলই। সম্প্রতি সেদেশে ফেসবুক, ইউটিউব, এক্স-সহ ২৬ ধরনের সোশাল মিডিয়া নিষিদ্ধ হওয়ায় আগুনে ঘি পড়েছে। প্রতিবাদ আন্দোলনে নেমেছে সেখানকার তরুণ প্রজন্ম। রাস্তায় নেমে কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ দেখাচ্ছেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুতে কারফিউ জারি করে প্রশাসন। তা সত্ত্বেও পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে তরুণ তুর্কিরা। নামানো হয় সেনা। শেষ খবর পাওয়া পর্যন্ত গুলিতে ২২ বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। আহত ২৫০’র বেশি। নেপালে থাকা ভারতীয়দের সতর্ক করে মঙ্গলবারই বিবৃতি জারি করেছিল ভারতীয় বিদেশমন্ত্রক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.