Advertisement
Advertisement
India Post

আমেরিকায় পার্সেল পাঠানো বন্ধ! ট্রাম্পের শুল্কযুদ্ধের আবহে বড় সিদ্ধান্ত ডাক বিভাগের

২৫ আগস্ট থেকে বিধিনিষেধ আরোপ করল ভারতীয় ডাক বিভাগ।

India Post suspends USA bound parcels after new American duty rules
Published by: Kishore Ghosh
  • Posted:August 23, 2025 6:05 pm
  • Updated:August 23, 2025 7:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি আমেরিকা শুল্কনীতিতে বড়সড় পরিবর্তন এনেছে। নয়া নীতি কার্যকর হবে চলতি মাসের শেষের দিক থেকে। এই অবস্থায় আগামী ২৫ আগস্ট থেকে আমেরিকায় কোনও চিঠি বা পার্সেল পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করল ভারতীয় ডাক বিভাগ।

Advertisement

গত ৩০ জুলাই একটি নির্দেশিকা জারি করে আমেরিকা। সেখানে বলা হয়, এত দিন ৮০০ মার্কিন ডলার মূল্য পর্যন্ত কোনও সামগ্রী আমেরিকার বাইরে পাঠানোর ক্ষেত্রে কোনও শুল্ক গুনতে হত না। কিন্তু আগামী ২৯ আগস্ট থেকে শুল্কমুক্ত পরিষেবা স্থগিত করা হচ্ছে। ইন্টারন্যাশানাল এমারজেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্টের আওতায় নতুন শুল্কনীতি জারি করেছে ট্রাম্প প্রশাসন। একমাত্র ১০০ মার্কিন ডলার মূল্য পর্যন্ত উপহার সামগ্রীর ক্ষেত্রে শুল্কছাড় মিলবে। এর পালটা ভারতীয় ডাক বিভাগ পরিষেবা সাময়িক স্থগিতের কথা জানাল।

যে সব গ্রাহক ইতিমধ্যেই আমেরিকায় পার্সেল পাঠানোর জন্য বুকিং করেছেন, তারাও নতুন নিয়মের আওতায় পড়বেন। ফলে আপাতত তাদের পার্সেল আমেরিকায় পাঠানো হবে না। বরং তা ফেরত পাঠানো হবে বলেই জানানো হয়েছে ভারতীয় ডাক বিভাগের তরফে। উল্লেখ্য, ট্রাম্পের শুল্কবাণে জেরবার ভারত-সহ একাধিক দেশ। জানা গিয়েছে, ভারতের মতোই অস্ট্রিয়া, ফ্রান্স, বেলজিয়ামের মতো দেশগুলিও আমেরিকায় ডাক পরিষেবা স্থগিত করেছে।

সম্প্রতি ট্রাম্প ভারতের উপরে ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন। তারপর রুশ তেল আমদানির ‘অপরাধে’ আরও ২৫ শতাংশ শুল্ক চাপে ভারতের উপর। এহেন পরিস্থিতিতে বুধবার জানা যায়, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের জন্য রাশিয়াকে বিপুল পরিমাণ তেলের বরাত দেওয়া হয়েছে। তার কারণ সম্প্রতি ব্যারেলপ্রতি তিন ডলার ছাড় দেওয়া হয়েছে উরালের তেলে। হিসাব অনুযায়ী, এই ছাড়ের অঙ্কটা ৫ শতাংশ। তবে এই নিয়ে সরকারিভাবে কোনও পক্ষই কিছু জানায়নি। তবে এটা পরিষ্কার, রাশিয়ার থেকে তেল কেনা বাড়িয়ে আমেরিকাকেই পালটা বার্তা দিয়েছে দিল্লি।

এহেন পরিস্থিতিতে মস্কো সফরে গিয়েছেন জয়শংকর। শুল্ক যুদ্ধের আবহে দীর্ঘদিনের ‘বাণিজ্যবন্ধু’ রাশিয়াকে আরও কাছে টানছে ভারত। মস্কোর প্রতি বিদেশমন্ত্রী এস জয়শংকরের বার্তা, আরও মজবুত বাণিজ্য সম্পর্ক গড়তে হবে আমাদের। রুশ সংস্থাগুলিকে ভারতীয় অংশীদারদের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সেই সঙ্গেই তাঁকে বলতে শোনা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের সবচেয়ে স্থিতিশীল সম্পর্ক ভারত ও রাশিয়ার। অর্থাৎ ট্রাম্পকে হুমকিকে ‘ডোন্ট কেয়ার’ করেই আপাতত এগোচ্ছে ভারতের বিদেশনীতি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement