Advertisement
Advertisement
India Railway

রামায়ণ যাত্রা, ১৭ দিনে রাম পুণ্যভূমির ৩০টি স্থানে পর্যটকদের ঘোরাতে বিশেষ উদ্যোগ রেলের

মাথাপিছু কত টাকা খরচ পড়বে এই সফরে?

India Railways Offer 17-Day Train Trip To 30 Places Linked To Lord Ram

শ্রী রামায়ণ যাত্রা।

Published by: Amit Kumar Das
  • Posted:July 5, 2025 4:01 pm
  • Updated:July 5, 2025 4:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামভক্তদের জন্য বিশেষ উদ্যোগ ভারতীয় রেলের। আইআরসিটিসির (IRCTC) তরফে রাম তীর্থক্ষেত্রে পর্যটক টানতে বিশেষ ট্রেন চালু করা হল রেলের তরফে। ১৬ রাত ১৭ দিনের এই সফরে ভগবান রামের সঙ্গে সম্পর্কিত ৩০টি জায়গায় ঘোরাবে বিশেষ এই ট্রেন। আগামী ২৫ জুলাই দিল্লি থেকে যাত্রা শুরু হবে এই ‘শ্রী রামায়ণ যাত্রা’। দিল্লির সফদরজং স্টেশন থেকে শুরু করে রামেশ্বরম পর্যন্ত যাবে ট্রেনটি।

Advertisement

রেল সূত্রে জানা যাচ্ছে, ২৫ জুলাই দিল্লি থেকে ছেড়ে ট্রেনটি যাবে অযোধ্যা অর্থাৎ রাম জন্মভূমিতে। সেখান থেকে নন্দীগ্রামে ভরতকুণ্ড ও ভরত-হনুমান মন্দির। সেখান থেকে যথাক্রমে নেপালের জনকপুর (সীতা মায়ের জন্মভূমি), সীতামঢ়ী, বক্সার, বারাণসী, প্রয়াগরাজ, শ্রিংগবেরপুর, চিত্রকূট, নাসিক, হাম্পি, রামেশ্বরম ও ধনুষকোডি। এই প্রতিটি জায়গায় রয়েছে রামের লীলাক্ষেত্র। ১৭ দিনের দীর্ঘ যাত্রায় পর্যটকদের জন্য সমস্তরকম সুবিধা রাখা হচ্ছে রেলের তরফে। রেলের তরফে জানানো হয়েছে, পর্যটকদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত কোচ, নিরামিষ ভোজন, গাইড, লোকাল ট্রান্সপোর্ট, তীর্থক্ষেত্রে প্রবেশের জন্য যাবতীয় সুবিধা দেওয়া হবে। দীর্ঘ এই যাত্রায় পর্যটকদের নিরাপত্তার সমস্ত রকম ব্যবস্থা করা হবে রেলের তরফে।

গত বছরের ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ঘটনার পর রামলালা দর্শনে পর্যটক টানতে বিমানবন্দর তো বটেই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয় রেলের তরফে। শুরুতে পর্যটকদের ভিড় জমলেও একাধিক রিপোর্টে জানা যায়, ক্রমশ পর্যটকদের ভিড় কমেছে অযোধ্যায়। আইআরসিটিসির তরফে জানা গিয়েছে, রামভক্তদের কথা মাথায় রেখেই চালু করা হয়েছে এই বিশেষ পর্যটন রেল। এই নিয়ে ট্রেনটি পঞ্চমবার যাত্রা করবে। ১৭ দিনের এই সফরে পর্যটকদের খরচ পড়বে মাথা পিছু, ৩ AC-এর জন্য ১লক্ষ ১৭ হাজার ৯৭৫, ২ AC-এর জন্য ১লক্ষ ৬৬ হাজার ৩৮০ এবং ১ AC-এর জন্য ১লক্ষ ৭৯ হাজার ৫১৫ টাকা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement