সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উদ্বেগ বাড়িয়ে স্বাধীনতা দিবসে ফের ঊর্ধ্বমুখী দেশের কোভিড (Covid 19) গ্রাফ। গত ২৪ ঘণ্টায় বাড়ল সংক্রমিতের সংখ্যা। তবে সোমবার কিছুটা কমেছে প্রাণহানি। স্বাধীনতা দিবসে প্রত্যেক রাজ্যকে সতর্ক থাকার বার্তা কেন্দ্রের।
সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৯১৭ জন। যা রবিবারের তুলনায় সামান্য বেশি। কারণ, ওইদিন আক্রান্ত হয়েছিলেন ১৪ হাজার ৯২ জন। দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ১৭ হাজার ৫০৮ জন।
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩২ জন। যা আগের দিনের থেকে অনেকটাই কম। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৭ হাজার ৬৯ জন। বেশ কয়েকটি রাজ্যের করোনা গ্রাফ এখনও উদ্বেগজনক। এখনও চিন্তায় রাখছে দিল্লি, কেরল, তামিলনাড়ু, কর্ণাটকের মতো রাজ্যগুলির করোনা পরিসংখ্যান।
তবে এসবের মাঝে মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। সুস্থতার হার ৯৮.৫৪ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে প্রায় ২০৮ কোটি ২৫ লক্ষ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.