ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আড়াই বছর পার। তা সত্ত্বেও করোনার বিরুদ্ধে লড়াই অব্যাহত। টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে অনেকটা লাগাম টানা সম্ভব হলেও এখনও বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। তবে গত ২৪ ঘণ্টায় ১০ হাজারের নিচে নামল আক্রান্তের সংখ্যা। স্বস্তি দিচ্ছে ক্রমাগত নিম্নমুখী অ্যাকটিভ কেস।
শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৯,৫২০ জন। গতকাল যে সংখ্যাটা ১০ হাজার ছাপিয়ে গিয়েছিল। সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে অ্যাকটিভ কেসও। দেশের সক্রিয় রোগী বর্তমানে ৮৭ হাজার ৩১১ জন। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার কমে হয়েছে ০.২০ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪১ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৭ হাজার ৫৯৭।
| India reports 9,520 fresh cases and 12,875 recoveries, in the last 24 hours; Active cases 87,311
— ANI (@ANI)
দেশের বেশিরভাগ রাজ্যে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও চিন্তায় রাখছে মহারাষ্ট্রের করোনা গ্রাফ। একদিনে সে রাজ্যে আক্রান্ত প্রায় ২০০০। মারণ ভাইরাসের বলি চারজন। তবে আগের তুলনায় কমেছে দিল্লির দৈনিক সংক্রমণ। একদিনে রাজধানীতে সংক্রমিত ৬২০ জন। এদিকে রাজস্থানে একদিনে ৪৯৫ জনের শরীরে থাবা বসিয়েছে করোনা। ধীরে ধীরে কমছে তামিলনাড়ু, কর্ণাটক, কেরলের কোভিড গ্রাফও।
এসবের মাঝে মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৭ লক্ষ ৮৩ হাজার ৭৮৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার ৯৮.৬২ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে প্রায় ২১১ কোটি ৪০ লক্ষ। গত ২৪ ঘণ্টাতেই টিকা পেয়েছেন ২৫ লক্ষর বেশি। জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার অভিযানও। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৩ লক্ষ ৮১ হাজার ২০৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.