সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানি বিমানের জন্য বন্ধ করা হল ভারতের আকাশসীমা। পহেলগাঁও হামলার আবহে গত বৃহস্পতিবার ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করেছিল পাকিস্তান। ৬ দিন পরে সেই একই পদক্ষেপ করল ভারতও। জানা গিয়েছে, আপাতত ২৪মে পর্যন্ত পাক বিমানের জন্য বন্ধ থাকবে ভারতের আকাশসীমা। যাত্রীবাহী বা সামরিক কোনও পাক বিমান ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না, এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে।
২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ২৬ জনের। একজন স্থানীয় ছাড়া সকলেই জম্মু ও কাশ্মীরে ঘুরতে যাওয়া পর্যটক। তদন্তে উঠে এসেছে, নিরীহ সাধারণ মানুষের উপর সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। এরপরই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করে দিল্লি। যার মধ্যে রয়েছে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করা, পাকিস্তানিদের ভিসা বাতিল করা, দূতবাসের কর্মী কামানো ইত্যাদি। পালটা ভারতীয় উড়ান সংস্থাগুলিকে নিজেদের আকাশসীমায় প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
তবে পাকিস্তানি বিমানগুলির জন্য এতদিন খোলা ছিল ভারতের আকাশসীমা। যদিও প্রশাসনের অন্দরে চিন্তাভাবনা চলছিল, পাক বিমানের জন্য ভারতের আকাশসীমা বন্ধ করে দেওয়া উচিত কিনা। অবশেষে বুধবার রাতে ঘোষণা করা হয়, পাকিস্তানের কোনও বিমান ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। ৩০ এপ্রিল থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। আগামী ২৪মে পর্যন্ত বলবৎ থাকবে এই নির্দেশিকা।
উল্লেখ্য, পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় ভারতের আন্তর্জাতিক বিমানের বিকল্প পথে যাতায়াত ছাড়া উপায় থাকছে না। সেই কারণেই প্রত্যেক আন্তর্জাতিক উড়ানে অতিরিক্ত দেড় ঘণ্টা সময় লাগছে। উড়ানের খরচও বাড়ছে লাফিয়ে। সব মিলিয়ে সপ্তাহে খরচ বাড়ছে ৭৭ কোটি টাকা। মাসের হিসাবে প্রায় ৩০৬ কোটি টাকা। এবার সেই একই ফল ভুগবে পাকিস্তানি উড়ানগুলিও। বিশেষজ্ঞদের বক্তব্য, দুই দেশের দ্বন্দ্ব অব্যাহত থাকলে বাধ্য হয়ে আন্তর্জাতিক বিমানের ভাড়া বাড়াবে উড়ান সংস্থাগুলি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.