সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুল্কবোমার পর ভিসাবোমা বর্ষণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অবস্থায় ভারত-আমেরিকা সম্পর্কের ক্রমশ অবনতি হচ্ছে। এমন পরিস্থিতিতে সামরিক সরঞ্জামের বিষয়ে রাশিয়ার উপরেই অধিক ভরসা রাখছে নরেন্দ্র মোদি সরকার। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের দাবি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাব মতো যৌথ উদ্যোগে যুদ্ধবিমান ‘সুখোই এসইউ-৫৭’ নির্মাণের বিষয়ে সম্মতি দিতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক। এই বিষয়ে ইতিমধ্যে আলোচনা সেরে ফেলেছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন ‘প্রতিরক্ষা সামগ্রী ক্রয় বিষয়ক কমিটি’ (ডিএসি)।
উল্লেখ্য, দ্বিতীয় বার মার্কিন প্রেসিডেন্ট পদে বসেই নয়াদিল্লিকে ‘এফ-৩৫ লাইটনিং২’ যুদ্ধবিমান বিক্রির বার্তা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সময় আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক সম্পূর্ণ অন্যরকম ছিল। প্রথমে ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির মধ্যস্থতা নিয়ে ট্রাম্পের বেয়ারা দাবি, এরপর ৫০ শতাংশ শুল্কবোমা, তারপর এইচ১বি ভিসার মূল্য ৮৮ লক্ষ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই অবস্থায় রাশিয়ার সঙ্গে পুরনো সম্পর্ক ঝালিয়ে নিচ্ছে ভারত।
২০০৭ সালের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমলের রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি ২০১৮ সালে ভেঙে দিয়েছিল মোদি সরকার। পরিবর্তিত আবহে ফের সেই ভাঙা সম্পর্ক জুড়তে চাইছে নয়াদিল্লি। মূল উদ্দেশ্য যৌথ উদ্যোগে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান ‘সুখোই এসইউ-৫৭’ (‘ফেলন’ নামে যা পরিচিত) নির্মাণ। যদিও সামরিক বিশেষজ্ঞদের বক্তব্য, সামরিক পর্যবেক্ষকদের একাংশের মতে, মার্কিন এফ-৩৫-এর তুলনায় রুশ এসইউ-৫-র ‘স্টেলথ্ প্রযুক্তি’ নিম্নমানের। কিন্তু মস্কোর তরফে দেওয়া চুক্তির শর্ত অনেক বেশি গ্রহণযোগ্য। তাহলে কী সিদ্ধান্ত নেবে রাজনাথ সিংয়ের মন্ত্রক? কদিনের মধ্যেই জানা যাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.