সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর মুকুটে নয়া পালক। তৈরি হল ‘অগ্নি প্রাইম’ মিসাইল। বুধবার ওড়িশার আব্দুল কালাম দ্বীপে ট্রেন থেকে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। ২০০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটির আওতায় পড়ছে পাকিস্তান-সহ চিনের একটা বিরাট অংশ। মিসাইলটির সফল উৎক্ষেপণের পরই ডিআরডিও-কে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
‘অগ্নি প্রাইম’-এর মতো ‘নেক্সট জেনারেশন’ ক্ষেপণাস্ত্র চলমান লঞ্চিং প্যাড থেকে উৎক্ষেপণ করা হয়। এদিন সেই পরীক্ষা করা হয় এবং তা সফল হয়। সামরিক ভাষায় এই ব্যবস্থাটিকে বলা হয় ‘রেল-বেসড মোবাইল লঞ্চার সিস্টেম’। চলন্ত ট্রেন থেকেই শত্রুপক্ষকে গুঁড়িয়ে দিতে পারে ক্ষেপণাস্ত্রটি। এই ধরনের ব্যবস্থা চিন-রাশিয়া-উত্তর কোরিয়ার মতো দেশে থাকলেও আমাদের দেশে ছিল না। এবার ‘অগ্নি প্রাইম’-এর মাধ্যমে ভারতেও চলে এল ‘রেল-বেসড মোবাইল লঞ্চার সিস্টেম’। দেশের যেখানে যেখানে রেলপথ রয়েছে, সেখান থেকেই এই মিসাইলটিকে উৎক্ষেপণ করা সম্ভব। ভারতের সামরকি ভান্ডারে ‘অগ্নি প্রাইম’-এর সংযোজন যে যথেষ্ট গুরুত্বপূর্ণ, তা আর বলার অপেক্ষা রাখে না।
India has carried out the successful launch of Intermediate Range Agni-Prime Missile from a Rail based Mobile launcher system. This next generation missile is designed to cover a range up to 2000 km and is equipped with various advanced features.
The first-of-its-kind launch…
— Rajnath Singh (@rajnathsingh)
ডিআরডিও-কে অভিনন্দন জানিয়ে রাজনাথ তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘রেল-বেসড মোবাইল লঞ্চার সিস্টেমের উপর নির্ভরশীল অগ্নি প্রাইমের সফল উৎক্ষেপণ করেছে ভারত। ২০০০ কিলোমিটার পাল্লার বিশেষ এই মিসাইলটিতে একাধিক অত্যাধুনিক বৈশিষ্ট্য রয়েছে। এই প্রথম ট্রেন থেকে কোনও ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ হল, যার জন্য ডিআরডিও-কে অভিনন্দন জানাই।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.