Advertisement
Advertisement
Cross-Border Railway Project

বাংলা হয়ে রেলপথে জুড়ছে ভারত-ভুটান, ৮৯ কিলোমিটার দীর্ঘ প্রকল্পে অনুমোদন কেন্দ্রের

দুটি রেল প্রকল্পের একটি যাবে পশ্চিমবঙ্গের বানারহাট থেকে ভুটানের সামৎসে পর্যন্ত।

India to Bhutan Train Travel Soon, Cross-Border Railway Project Approved

ফাইল ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:September 29, 2025 9:19 pm
  • Updated:September 29, 2025 9:19 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভুটানের সঙ্গে রেলপথে জুড়তে চলেছে ভারত। সম্প্রতি প্রতিবেশী দেশের সঙ্গে আন্তর্জাতিক এই রেল প্রকল্পের ঘোষণা করেছে কেন্দ্র। সোমবার ভুটান যাত্রা সহজ করতে ৮৯ কিলোমিটার দীর্ঘ দুটি রেল প্রকল্পের ঘোষণা করেন বিদেশসচিব বিক্রম মিশ্রি। এই দুটি রেল প্রকল্পের একটি যাবে পশ্চিমবঙ্গের বানারহাট থেকে ভুটানের সামৎসে পর্যন্ত। অন্যটি অসমের কোকরাঝাড় থেকে ভুটানের গেলেফুর।

Advertisement

গত বছর ভুটান সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই রেল প্রকল্পের চুক্তিতে সাক্ষর করেছিলেন। ভারত সফরে এসে সোমবার এই চুক্তিতে আনুষ্ঠানিকভাবে সিলমোহর দিলেন ভুটানের বিদেশসচিব। এদিন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, “ভারত ও ভুটান দীর্ঘদিন ধরে বাণিজ্যিক অংশীদার। ভুটানের যাবতীয় আমদানি-রপ্তানি ভারত হয়ে হয়। ফলে ভুটানের আর্থিক উন্নতিতে এই রেলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। পাশাপাশি এই ৮৯ কিলোমিটার ভুটানকে ভারতের ১,৫০,০০০ কিলোমিটার দীর্ঘ রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করবে।”

রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রস্তাবিত দুটি রেল প্রকল্পের জন্য খরচ পড়বে আনুমানিক ৪০৩৩ কোটি টাকা। বাংলা ও ভুটানের এই রেলপথ নির্মাণের কাজ আগামী ৩ বছরের সম্পন্ন হয়ে যাবে। বানারহাট থেকে সামৎসে পর্যন্ত রেলপথে থাকবে দু’টি স্টেশন। একটি বড় ও ২৪টি ছোট উড়ালপুল, ৩৭টি ভূগর্ভপথ। অন্যদিকে অসমের কোকরাঝাড় থেকে ভুটানের গেলেফুর-এর মধ্যে ৬টি স্টেশন থাকবে। এই পথে দুটি উচ্চ সেতু, ২৯টি বড়, ৬৫টি ছোট সেতু এবং একটি উড়ালপুল থাকছে। এই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ৪ বছর।

অনুমান করা হচ্ছে, এই রেলপথ একদিকে যেমন পর্যটন ক্ষেত্রকে আরও বেশি চাঙ্গা করে তুলবে। ভুটানের বাণিজ্য যেমন সহজ হবে, তেমনই উত্তর-পূর্ব ভারতের জন্য নতুন ব্যবসার সুযোগ তৈরি করবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ