সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুরাপ্রেমীদের জন্য সুখবর। এবার ভারতে কমতে চলেছে বিলেতি মদের দাম। নেপথ্যে ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি। এর জেরে ইতিমধ্যে কমেছে বিলিতে মদে শুল্কের পরিমাণ। ফলে কমতে চলেছে আমদানির খরচও। ফ্রান্সের জনপ্রিয় স্কচ হুইস্কি প্রস্তুতকারক সংস্থা পেরনড রিকার্ড জানিয়েছে, শুল্ক হ্রাস্রের প্রভাবে ভারতের খুচরো বাজারে শীঘ্রই স্কচ হুইস্কির দাম কমতে চলেছে।
পেরনড রিকার্ডের ভারতের শাখা সংগঠন পিআরআই। সংবাদসংস্থা পিটিআইকে পিআরআইয়ের মুখপাত্র বলেছেন, “এফটিএ-র (ব্রিটেন-ভারত বাণিজ্য চুক্তি) ফলে উন্নত মানের স্কচ হুইস্কিগুলির প্রতিযোগিতামূলক মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। আমদানি শুল্ক কমেছে। ফলে ভারতের বেশিরভাগ রাজ্যেই খুচরো বাজারে এই মদের দাম কমতে চলেছে।” পিআরআই কর্তৃপক্ষের দাবি, শুল্ক কমে যাওয়ার ফলে বিলেত থেকে আমদানিকৃত স্কচ হুইস্কির দাম সাধারণের সাধ্যের মধ্যে চলে আসবে।
প্রসঙ্গত, মে মাসের শুরুতেই ভারত এবং ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্রিটেন থেকে যে সমস্ত হুইস্কি ভারতে আমদানি করা হয়, তার উপর ১৫০ শতাংশ কর নেওয়া হত এত দিন। এফটিএ-র পর করের পরিমাণ কমিয়ে আনা হয়েছে ৭৫ শতাংশে। ভারত-ব্রিটেনের মুক্ত বাণিজ্যচুক্তির বিস্তারিত বিবরণ সরকারি ভাবে হাতে না পেলেও পিআরআই কর্তৃপক্ষ মনে করছে, এবার আরও বেশি সংখ্যক মানুষ বিলেতি মদ কিনতে পারবেন। মদের বাজারে ভারত ও ব্রিটেনের পদক্ষেপে ইতিবাচক প্রভাব পড়বে। উল্লেখ্য, ভারতে তৈরি বিদেশি মদও আগের মতোই কম দামে বিক্রি হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.